
সিপিএলে খেলতে মুখিয়ে সাকিব
খেলা ডেস্ক
১৩ আগস্ট ২০২৫, ১৫:৩৪
রাজনৈতিক বিড়ম্বনায় জাতীয় দলের বাইরে আছেন সাকিব আল হাসান। লাল-সবুজের জার্সিতে ফেরা হবে কি না, তা নিয়েও রয়েছে সংশয়। এর মাঝে গেল বছর বোলিং অ্যাকশনের নিষেধাজ্ঞা পড়েছিলেন সাকিব। চলতি বছরে সেই কলঙ্কের কালিমাও মুছেছে। এরপরই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের প্রতি মনযোগ বাড়িয়েছেন টাইগার অলরাউন্ডার।
ভারত-পাকিস্তান দ্বন্দ্বে পাকিস্তান সুপার লিগ দিয়ে নিজের ফেরার গল্প লিখেছেন সাকিব। গ্লোবাল সুপার লিগে দুবাই ক্যাপিটালসের হয়ে খেলেছেন এই ক্রিকেটার। যুক্তরাষ্ট্রে একটি টি-টেন টুর্নামেন্টে অধিনায়ক হিসেবে খেলেছেন তিনি। এর মাঝেই ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) দল পেয়েছেন সাকিব। অ্যান্টিগা ও বারবুডা ফ্যালকন্সে খেলবেন তিনি।
আগামী ১৫ আগস্ট থেকে সিপিএলের নতুন আসর শুরু হবে। ইতোমধ্যে অ্যান্টিগার সঙ্গে যোগ দিয়েছেন সাকিব আল হাসান। অ্যান্টিগার প্রকাশিত এক ভিডিওতে সাকিব জানান, ওয়েস্ট ইন্ডিজে ফিরতে পেরে তার ভালো লাগছে।
বাংলাদেশের সাবেক এই অধিনায়ক বলেন, ‘এখানে (ওয়েস্ট ইন্ডিজ) ফিরতে পেরে ভালো লাগছে। আমি অ্যান্টিগা দলে যোগ দিলাম, তারা আমাকে দলে নেওয়ায় আমি বেশ রোমাঞ্চিত এবং সিপিএলে খেলতে মুখিয়ে আছি। আমি বেশ কয়েকটা দলের হয়ে সিপিএলে খেলেছি। আশা করছি এটা আমার তৃতীয় (মূলত ষষ্ঠ আসর) বছর হবে।’
নিজের দল ও টিম ম্যানেজমেন্ট নিয়ে সাকিব বলেন, ‘আমার মনে হয় আমরা ভালো একটা দল পেয়েছি। শুধু মাঠের ভেতরে না মাঠের বাইরের দিক থেকেও এটি ভালো দল। আপনি পল নিক্সন, স্যার কার্টলি অ্যামব্রোসের কথা বললেন। তাদের মতো মানুষরা ড্রেসিংরুম শেয়ার করবে। আমাদের দলে তরুণ ও অভিজ্ঞতার একটা মিশেল আছে।’
স্যার ভিভ রিচার্ডসের সঙ্গে দেখা করতে মুখিয়ে আছেন সাকিব, ‘আপনি ক্যারিবিয়ানদের দিকে তাকালে অনেক গ্রেট ক্রিকেটারদের পাবেন। স্যার ভিভিয়ান রিচার্ডস তাদের একজন। তার নামের মাঠে খেলাটা অবশ্যই স্পেশাল। আশা করছি তাঁর সঙ্গে দেখা হবে। সে আমাদের ড্রেসিংরুমে আসবে এবং তার অভিজ্ঞতাগুলো শেয়ার করবে।’
এদিকে সিপিএলের ত্রয়োদশ আসরের উদ্বোধনী ম্যাচেই সাকিবের অ্যান্টিগা এন্ড বারবুডা ফ্যালকন্স লড়বে সেন্ট কিটস এন্ড নেভিস প্যাট্রিয়টসের। বাংলাদেশ সময় ভোর ৫টায় ম্যাচটি শুরু হবে।
এমআই