Advertisement
Us Bangla Airlines
এক বলে ২২ রান দিলেন বিপিএলে রেকর্ড গড়া সেই বোলার!

এক বলে ২২ রান দিলেন বিপিএলে রেকর্ড গড়া সেই বোলার!

খেলা ডেস্ক

২৭ আগস্ট ২০২৫, ১৭:৩৯

ছয় বলের ওভারে ২২ রান হওয়ার ঘটনা ক্রিকেটে স্বাভাবিকই বটে। কিন্তু এক বলে ২২ রান, এমন তথ্য চোখ কপালে তোলার মতো। তবে একটি বৈধ বল করতে গিয়ে ২২ রান খরচ করেছেন উইন্ডিজ পেসার ওশানে থমাস। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) সেন্ট লুসিয়া কিংসের জার্সিতে এমন অবিশ্বাস্য কাণ্ড ঘটান তিনি।

ঘটনা ম্যাচের ১৫তম ওভারের। ওশানে থমাস তৃতীয় বলটি করেন নো বল। পরের বলটি ওয়াইড হওয়ায় ফ্রি হিট বহাল থাকে। পরের বলটিও নো বল করেন টমাস। সেই বলে ছক্কা হাঁকান প্রতিপক্ষ ব্যাটার শেফার্ড। আরও একটি ফ্রি হিট পাওনা হয়ে যায়। সেই বল করতে এসে আবারও নো বল করেন টমাস। আবার ফ্রি হিট।

পরের বলটি অবশ্য বৈধ বলই করেছিলেন টমাস, কিন্তু শেফার্ড সেটিকেও উড়িয়ে সীমানাছাড়া করেন। তিন ছক্কা, তিন নো বল আর এক ওয়াইডে বৈধ এক বল করতেই ২২ রান খরচ করেছেন তিনি। সবমিলিয়ে চার ওভারে ৬৩ রান খরচ করে বসেন এই দীর্ঘদেহী পেসার।

১২ বলে ওভার, ১ বলে ১৫ রান খরচের বিশ্বরেকর্ড!

থমাসের এমন ঘটনা অবশ্য প্রথম নয়। বিপিএলে এক বল করতে গিয়ে ১৫ রান খরচ করেছেন তিনি। চিটাগং কিংসের বিপক্ষে খুলনার জার্সিতে খেলতে নেমে ম্যাচের প্রথম ওভারেই এক বল করতে ১৫ রান খরচ করেছিলেন তিনি।

সেবার চিটাগংয়ের বিপক্ষে ওশান থমাস ইনিংসের প্রথম বলেই পেয়েছিলেন উইকেট। তবে সেটা ছিল নো-বল। তবে ফ্রি হিট বলটি ছিল ডট। সেটা ছিল লিগ্যাল ডেলিভারি। এরপরেই নো বলে ছক্কা হজম করেছেন তিনি। পরে দুই ওয়াইড বল। পুনরায় নো বলে হজম করেছেন ৪ রান। ততক্ষণে চলে এসেছে ১৪ রান। স্কোরবোর্ডে ১ বলের পাশে ১৫ রান। 

বিপিএলে এটাই ছিল এক বলে সবচেয়ে বেশি রান খরচের ঘটনা। অবশ্য সিপিএলে এর আগে এক বলে ১৪ রান খরচ করেছিলেন ওশানে থমাস। এবার এক বলে ২২ রান দিলেন তিনি।

এমআই