Advertisement
Us Bangla Airlines
১৭ বছরে অধিনায়কত্ব করতে নেমে ভুকুসিচের বিশ্বরেকর্ড!

১৭ বছরে অধিনায়কত্ব করতে নেমে ভুকুসিচের বিশ্বরেকর্ড!

খেলা ডেস্ক

০৮ আগস্ট ২০২৫, ১৯:৫৫

বয়সটা ১৭ বছর ৩১১ দিন। এখনো প্রাপ্ত বয়স্কের তালিকায় নাম লেখাননি ক্রোয়েশিয়ার ক্রিকেটার এল জ্যাক ভুকুসিচ। তবুও এত কম বয়সে অধিনায়কত্ব করে বিশ্বরেকর্ড গড়েছেন এই ক্রোয়েশিয়ান। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে তিনিই এখন সবচেয়ে কম বয়সী অধিনায়ক।

গতকাল জাগরেবে সাইপ্রাসের বিপক্ষে অধিনায়ক হিসেবে খেলতে নেমে এই রেকর্ড গড়েন ভুকুসিচ। ম্যাচ চলাকালে তার বয়স ছিল ১৭ বছর ৩১১ দিন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এর আগে কোনো ক্রিকেটার ১৭ বছর বয়সে দলকে নেতৃত্ব দেননি। আন্তর্জাতিক ক্রিকেটের সবচেয়ে কম বয়সী চার অধিনায়কই সহযোগী সদস্য দেশের।

টি-টোয়েন্টিতে সবচেয়ে কম বয়সে দলকে নেতৃত্ব দেওয়ার রেকর্ড ছিল ফ্রান্সের নোমান আমজাদের দখলে। ২০২২ সালে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে ১৮ বছর ২৪ দিন বয়সে অধিনায়কত্ব করেছিলেন তিনি। তিন বছর পর সেই রেকর্ডটি দখলে নেন ক্রোয়েশিয়ার জ্যাক ভুকুসিচ।

নেতৃত্বের অভিষেকটা অবশ্য সুখকর হয়নি ভুকুসিচের। একই দিনে তাঁর নেতৃত্বে দুটি ম্যাচ খেলেছে ক্রোয়েশিয়া, দুটিতেই সাইপ্রাসের কাছে হেরেছে তাঁর দল। তবুও অধিনায়কত্বে বিশ্ব রেকর্ড গড়ে আপাতত শিরোনামের পাতায় এই ক্রিকেটার।

টেস্ট খেলুড়ে দলগুলোর হয়ে সবচেয়ে কম বয়সে অধিনায়কত্ব করেছেন আফগানিস্তানের রশিদ খান। ২০১৯ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ২০ বছর ৩৫৯ দিন বয়সে তিনি টি-টোয়েন্টিতে অধিনায়কত্ব করেন। এছাড়া ওয়ানডেতে ১৯ বছর ১৬৫ দিন বয়সে ও টেস্টে ২০ বছর ৩৫০ দিন বয়সে দলকে নেতৃত্ব দিয়েছেন রশিদ।

টেস্টে বাংলাদেশের সবচেয়ে কম বয়সী অধিনায়ক সাকিব আল হাসান, ২২ বছর ১১৫ দিনে দলকে নেতৃত্ব দিয়েছেন তিনি। ২০ বছর ২৯৭ দিন বয়সে টস করতে নেমে ওয়ানডের রেকর্ডটা দখলে রেখেছেন রাজিন সালেহ। টি-টোয়েন্টিতে ২১ বছর ২১১ দিন বয়সে অধিনায়কত্ব করেছেন শাহরিয়ার নাফিস।

এমআই