Advertisement
Us Bangla Airlines
সিঙ্গাপুর ম্যাচের আগে বাদ পড়লেন বাংলাদেশের ৩ ফুটবলার

সিঙ্গাপুর ম্যাচের আগে বাদ পড়লেন বাংলাদেশের ৩ ফুটবলার

খেলা ডেস্ক

১০ জুন ২০২৫, ১৭:১৯

সিঙ্গাপুর ম্যাচের আগে ২৬ জন ফুটবলারকে নিয়ে অনুশীলন ও ক্যাম্প সেরেছিল বাংলাদেশ। কিন্তু এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে চূড়ান্ত দল হতে হয় ২৩ জনের। তাতে বাংলাদেশ দল থেকে তিনজনের বাদ পড়া অনুমিতই ছিল। তবে কোন তিনজন বাদ পড়বেন তা নিয়ে ছিল রহস্য।

দলীয় সূত্রে জানা গেছে, জাতীয় দলের অন্যতম নির্ভরযোগ্য ডিফেন্ডার ঈসা ফয়সালকে রাখা হয়নি চূড়ান্ত দলে। ভুটানের বিপক্ষে খেলা ১৭ জনের মধ্যেও ছিলেন না ঈসা। তবে ২৩ জনের মধ্যে ঈসার না থাকাটা খানিকটা বিস্ময়করই। তিনি বাদ পড়ায় ফুলব্যাক হিসেবে দুই ভাই সাদ ও তাজ উদ্দিনের খেলা অনেকটাই নিশ্চিত।

ঈসার পাশাপাশি স্কোয়াড থেকে বাদ পড়েছেন ফরোয়ার্ড মো. ইব্রাহীম ও মিডফিল্ডার মজিবুর রহমান জনি। কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার পছন্দের খেলোয়াড় হিসেবে বিবেচিত জনি। তিনি সিঙ্গাপুর ম্যাচে কোচের চূড়ান্ত তালিকায় ঠাই পাননি শেষ পর্যন্ত।

আজ সন্ধ্যা ৭টায় জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ শুরু হবে। তবে এখন পর্যন্ত শুরুর একাদশ ঘোষণা করেনি বাফুফে। যদিও ঈসা ফয়সালকে চূড়ান্ত দলে না রেখে বিস্ময়ের উপহার দিলেন তিনি। একাদশে বিদেশি ফুটবলার কিংবা ফরমেশন পরিবর্তন থাকলেও অবাক হওয়ার কিছু থাকবে না।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ

মিতুল মারমা (গোলরক্ষক), তপু বর্মণ, তারিক কাজী, সাদ উদ্দিন, তাজ উদ্দিন, হামজা চৌধুরী, শমিত সোম, জামাল ভূঁইয়া/সোহেল রানা, ফাহমিদুল ইসলাম, শাহ কাজেম/মোহাম্মদ ইব্রাহিম, রাকিব হোসেন।

এমআই