Advertisement
Us Bangla Airlines
এশিয়া কাপের জন্য দল ঘোষণা করল বাংলাদেশ

এশিয়া কাপের জন্য দল ঘোষণা করল বাংলাদেশ

খেলা ডেস্ক

২০ আগস্ট ২০২৫, ২১:২০

চমক রেখে এশিয়া কাপের দল ঘোষণা করেছে বাংলাদেশ হকি ফেডারেশন। ১৮ সদস্যের দলে নতুন মুখ হিসেবে জায়গা পেয়েছেন তৈয়ব আলী, মেহেদী হাসান, তানভির রহমান ও মো. আব্দুল্লাহ। এ ছাড়া স্ট্যান্ডবাই তালিকায় থাকা শহিদুর রহমানও প্রথমবার জাতীয় দলের সঙ্গে যুক্ত হয়েছেন।

নিরাপত্তার অজুহাতে হকি এশিয়া কাপ থেকে নাম সরিয়ে নিয়েছে পাকিস্তান। তাতেই সুযোগ মিলে বাংলাদেশের। অবশেষে আজ ১৮ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে লাল-সবুজের দল। দল থেকে বাদ পড়েছেন সবশেষ এশিয়ান হকি ফেডারেশন (এএইচএফ) কাপ খেলা পুষ্কর খীসা, নাইম উদ্দিন ও মাহবুব হোসেন।

আগামী ২৯ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত ভারতের রাজগিরে হবে ছেলেদের এশিয়া কাপ হকির ১২তম আসর। বাংলাদেশ দল ভারতের বিমান ধরবে ২৬ আগস্ট সকালে। প্রথম দিন বাংলাদেশ খেলবে মালয়েশিয়ার সঙ্গে। পরের দিনের প্রতিপক্ষ চায়নিজ তাইপে।

এরপর ১ সেপ্টেম্বর দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। এই প্রতিযোগিতায় সবচেয়ে সফল দল দক্ষিণ কোরিয়া; তারা পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছে। র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ আছে ২৯ নম্বরে। তিন প্রতিপক্ষের মধ্যে চায়নিজ তাইপের অবস্থান ৩৮তম। অন্য দুই দল বাংলাদেশ থেকে এগিয়ে। মালয়েশিয়া ১২ নম্বরে, দক্ষিণ কোরিয়া ১৩-এ।

এশিয়া কাপ হকির বাংলাদেশ স্কোয়াড

হুজাইফা হোসেন, রেজাউল করিম (অধিনায়ক), সোহানুর রহমান, ফরহাদ আহমেদ, আশরাফুল ইসলাম, আমিরুল ইসলাম, মেহেদী হাসান, আল নাহিয়ান, রোমান সরকার, ফজলে হোসেন, তৈয়ব আলী, তানভির রহমান, রাকিবুল হাসান, মো. আব্দুল্লাহ, আরশাদ হোসেন, ওবায়দুল হোসেন, বিপ্লব কুজুর, নুরুজ্জামান নয়ন।

এমআই