
হার দিয়ে এশিয়া কাপ শুরু করল বাংলাদেশ
খেলা ডেস্ক
২৯ আগস্ট ২০২৫, ১২:১৮
৪৩ বছর পর হকি এশিয়া কাপ থেকে বাদ পড়েছিল বাংলাদেশ। তবে ভারতের সঙ্গে রাজনৈতিক দ্বন্দ্বে এশিয়া কাপ থেকে সরে দাঁড়িয়েছে পাকিস্তান। দেশটির সরে যাওয়ায় এশিয়া কাপে হঠাৎ সুযোগ পেয়েছে বাংলাদেশ। কিন্তু সুযোগের সদ্ব্যবহার কাজে লাগাতে পারেনি লাল-সবুজের দল। টুর্নামেন্টের প্রথম ম্যাচেই হেরে বসেছে তারা।
ভারতের বিহারের রাজগিরে বাংলাদেশ ও মালয়েশিয়ার ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু হয়েছে। উদ্বোধনী ম্যাচে ১-৪ গোলে হেরেছে বাংলাদেশ। মালয়েশিয়া বাংলাদেশের চেয়ে হকিতে এগিয়ে। এরপরও স্বল্প প্রস্তুতিতে বাংলাদেশ ভালো লড়াইয়ের চেষ্টা করছে।
প্রথম কোয়ার্টারে গোলশূন্য সমতা ছিল। দ্বিতীয় কোয়ার্টারের প্রথম মিনিটে পেনাল্টি কর্নার স্পেশালিষ্ট আশরাফুল ইসলাম গোল করেন। মালয়েশিয়া দ্বিতীয় কোয়ার্টারেই খেলায় সমতা আনে। মধ্য বিরতির পর বাংলাদেশ ম্যাচের নিয়ন্ত্রণ হারাতে শুরু করে।
৩৬ মিনিটে মালয়েশিয়া লিড নেয়। ওই কোয়ার্টারে বাংলাদেশ আর গোল করে সমতা আনতে পারেনি। শেষ কোয়ার্টারে আরও ২ গোল করে মালয়েশিয়া সহজ জয় নিশ্চিত করে। আগামীকাল চায়নিজ তাইপের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ। ১ সেপ্টেম্বর গ্রুপের শেষ ম্যাচ শক্তিশালী দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে।
এমআই