
জোড়া গোল করেও হতাশ রোনালদো
খেলা ডেস্ক
১১ আগস্ট ২০২৫, ১৬:১৭
নতুন মৌসুম শুরুর আগে প্রস্তুতিটা ভালোই হচ্ছিল ক্রিস্টিয়ানো রোনালদোর। আগের ম্যাচে স্বদেশি ক্লাব রিও আভের বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন। এরপর গত রাতে স্পেনের দ্বিতীয় বিভাগের ক্লাব আলমেরিয়ার বিপক্ষেও জোড়া গোল। কিন্তু তাতেও জয়ের দেখা পায়নি তার দল আল নাসর।
রোববার (১০ আগস্ট) ইউডি আলমেরিয়া স্টেডিয়ামে প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচে ৩–২ গোলে হেরেছে সৌদি ক্লাব আল নাসর। আলমেরিয়ার হয়ে জোড়া গোল করেছেন আদ্রি এমবারাবা। একটি গোল করেন সার্জিও আরিবাস। আল নাসরের পক্ষে দুটি গোলই রোনালদোর।
ঘরের মাঠে বলের দখলে পিছিয়ে থাকলেও আক্রমণে বেশ এগিয়ে ছিল আলমেরিয়া। ১৭টি শটের মধ্যে ১১টিই ছিল লক্ষ্যে। বিপরীতে আল নাসর ৫৪ শতাংশ বল দখলে রেখেও নিয়েছে মাত্র ৬টি শট, যার মধ্যে লক্ষ্যে ছিল মাত্র দুটি—সেগুলো থেকেই আসে রোনালদোর গোল।
ম্যাচের ষষ্ঠ মিনিটেই আলমেরিয়াকে এগিয়ে দেন সার্জিও আরিবাস। ১৭ মিনিটে সাদিও মানের পাস থেকে গোল করে দলকে সমতায় ফেরান রোনালদো। ৩৯ মিনিটে নিজেই পেনাল্টি আদায় করে স্পটকিক থেকে দ্বিতীয় গোলটি করেন পর্তুগিজ তারকা।
তবে সেই লিড বেশিক্ষণ টেকেনি। বিরতির আগ মুহূর্তে আদ্রি এমবারাবার গোলে সমতায় ফেরে আলমেরিয়া। দ্বিতীয়ার্ধে আবারও এমবারাবার গোলে ৬১ মিনিটে এগিয়ে যায় স্বাগতিক দল, আর সেটিই হয় ম্যাচের জয়সূচক গোল।
এই ম্যাচ দিয়েই প্রাক-মৌসুম প্রস্তুতি শেষ করেছে আল নাসর। এখন তাদের সামনে সৌদি সুপার কাপ। আগামী ১৯ আগস্ট সেমিফাইনালে মুখোমুখি হবে আল ইত্তিহাদের সঙ্গে।
এমআই