Advertisement
Us Bangla Airlines
রোনালদোর যে কীর্তির আশেপাশেও নেই কোনো ফুটবলার

রোনালদোর যে কীর্তির আশেপাশেও নেই কোনো ফুটবলার

খেলা ডেস্ক

০৮ মার্চ ২০২৫, ১৭:৩৯

ফুটবল ইতিহাসে কিংবদন্তিদের একজন ক্রিশ্চিয়ানো রোনালদো। বয়স ৪০ পার হলেও এখনো যেন তাগড়া জোয়ান। ফিটনেস, পারফরম্যান্স- রোনালদোর বয়সের ছাপ কোনো কিছুতেই প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারেনি। সৌদি প্রো-লিগে গতকাল শুক্রবার আল শাবাবের বিপক্ষে দারুণ একটি গোল করেন রোনালদো। তাতে পর্তুগিজ তারকার বর্তমান গোল সংখ্যা ৯২৬টি।

হাজার গোলের মাইলফলক স্পর্শ করার দৌড়ে এগিয়ে যাওয়া রোনালদো নজর কাড়েন তার বয়সে। ৩০ পার হলেই যেখানে বাকি ফুটবলাররা সমাপ্তির প্রহর গুনেন, সেখানে ক্রিশ্চিয়ানো রোনালদো যেন এক অন্যন্য নাম। বয়সের ভারে নুয়ে পড়ার পরিবর্তে রোনালদো এখনো দলের হয়ে যেভাবে অবদান রাখছেন, ফুটবল ইতিহাসে এমনটা আর করেননি কেউ।

দুর্বার গতির রোনালদো বললেন, ‘আমরা থামছি না’ 

পারফরম্যান্সের বিচারে বাকিদের তুলনায় বেশ এগিয়ে থাকবেন ক্রিশ্চিয়ানো রোনালদো। বয়স ৩০ পার হওয়ার পরেও তার কারুকার্যে সামান্যতম ভাটা পড়েনি। বরং বয়স ৩০ হওয়ার আগে ও পরে তার গোলের সংখ্যা এখন সমান ৪৬৩টি। আলোচনার জন্ম দিয়ে ২০২৩ সালে আল নাসেরে যোগ দেওয়া এই পর্তুগিজ তারকা ইতোমধ্যে ক্লাবটির হয়ে ৯০টি গোলও করে ফেলেছেন। 

সৌদি প্রো লিগে গোলের শতক স্পর্শ করতে রোনালদোর প্রয়োজন আর ১০ গোল। এর আগে তিনটি ক্লাবের হয়ে গোলের সেঞ্চুরির স্বাদ পেয়েছেন তিনি। ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে করেছেন ১৪৫ গোল। রিয়াল মাদ্রিদের জার্সিতে দীর্ঘ সময় প্রতিনিধিত্ব করা এই ফুটবলারের গোল সংখ্যা ৪৫০টি।  আর জুভেন্টাসের হয়ে করেছেন ১০১টি গোল।

নতুন চুক্তিতে কত টাকা বেতন পাবেন রোনালদো

বয়স ৩০ পার হওয়ার পর রোনালদোর গোল সংখ্যা বর্তমানে ৪৬৩টি। এই পরিসংখ্যানে রোনালদোর পরেই আছেন ব্রাজিলিয়ান তারকা সার্জিও রোমারিও, তার গোল ৪৪১টি। এছাড়া আলেকজান্ডার ডুরিক, জালতান ইব্রাহিমোভিচ, রবার্ট লেভানডফস্কি, লিওনেল মেসি, আলফ্রেডো ডি স্টেফানো, জোসেফ বিকান এই তালিকায় শীর্ষস্থানে রয়েছেন। তবে বর্তমানে খেলা কোনো ফুটবলরারই রোনালদোর আশেপাশে নেই।

এমআই