Advertisement
Us Bangla Airlines
নতুন চুক্তিতে কত টাকা বেতন পাবেন রোনালদো

নতুন চুক্তিতে কত টাকা বেতন পাবেন রোনালদো

খেলা ডেস্ক

১৬ জানুয়ারি ২০২৫, ১৬:৩৭

ক্যারিয়ারের শেষ প্রান্তে দাঁড়িয়ে পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। তবুও কমছে না তাঁর চমক দেখানো পারফরম্যান্স। সবুজ গালিচায় পায়ের শৈল্পিক কারুকার্যে এখনো দশর্কদের নজর কাড়তে বাধ্য করেন। রোনালদোর এমন পারফরম্যান্সে পড়ন্ত বেলায় এসেও তছনছ হচ্ছে পারিশ্রমিকের রেকর্ড বই। সৌদি ক্লাব আল নাসরের সঙ্গে সম্প্রতি চুক্তি নবায়ন করে পারিশ্রমিকের অঙ্কে নজির গড়েছেন তিনি।

২০২৩ সালে রেকর্ড পারিশ্রমিকে আল নাসরে যোগ দেন রোনালদো। নতুন চুক্তিতে এর পরিমাণ বেড়েছে আরও। সৌদির স্থানীয় সংবাদমাধ্যম আল খবরের রিপোর্টে বলা হয়েছে, এক মৌসুমের জন্য নতুন চুক্তিতে রোনালদো পাবেন ১৮৩ মিলিয়ন ইউরো। যা বাংলাদেশি টাকায় হয় ২২৬৭ কোটি টাকা। রোনালদো প্রতি মাসে ১৫.২৫ মিলিয়ন, সপ্তাহে ৩.৮ মিলিয়ন এবং প্রতিদিনের হিসেবে ৫ লাখ ৫৫ হাজার ইউরো পাবেন।

গণমাধ্যমের আরেক সূত্রে জানা যায়, বাৎসরিক ১৬৭ দশমিক ৯ মিলিয়ন পাউন্ডে নতুন করে চুক্তিবদ্ধ হচ্ছেন পর্তুগিজ এই মহাতারকা। এই চুক্তি রোনালদোকে শুধু বিশ্বের সবচেয়ে দামি ফুটবলারই নয়, বরং সবচেয়ে বেশি বছর বয়সে এই রেকর্ড ধরে রাখার আসনে বসাবে। নতুন চুক্তিতে সপ্তাহে ৩ দশমিক ১৯ মিলিয়ন পাউন্ড উপার্জন করবেন রোনালদো।

এর আগে ২০২৩ সালে বাৎসরিক ১৬৪ মিলিয়ন পাউন্ডের চুক্তি ছিলো রোনালদোর। সঙ্গে ছিলো আরও ৪৯ মিলিয়ন বোনাস। এবার বোনাস কত বাড়ছে সেটা এখনও প্রকাশ না হলেও, পারিশ্রমিকের অঙ্কটা অতীতের সব রেকর্ড ছাড়িয়েছে। নতুন চুক্তির বিষয়ে শিগগিরই দু-পক্ষের মাঝে আনুষ্ঠানিক চুক্তি হবে বলে জানা গেছে।

এদিকে নতুন চুক্তি অনুযায়ী প্রতি সপ্তাহে রোনালদোর পকেটে ঢুকবে ৩.১৯ মিলিয়ন পাউন্ডে। প্রতিদিনের হিসাবে যার পরিমান ৪ লাখ ১৯ হাজার ৮০০ পাউন্ড। আর প্রতি মিনিটের হিসাবে ক্রিস্টিয়ানো রোনালদোর উপার্জন প্রায় ৩০০ পাউন্ড, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় অর্ধলক্ষ টাকা।

পেশাদার ক্যারিয়ারে এখন পর্যন্ত ৯১৭ গোল করেছেন রোনালদো। সৌদি প্রো লিগেও চলতি মৌসুমে গোলদাতা তালিকার শীর্ষে আছেন তিনি। আল নাসরের হয়ে চলতি মৌসুমে এখন পর্যন্ত সব মিলিয়ে ২০ ম্যাচে করেছেন ১৭ গোল। আল নাসরের হয়ে এখন পর্যন্ত ৮৪ ম্যাচে করেছেন ৭৫ গোল, অ্যাসিস্ট ১৮টি।

এমআই