Advertisement
Us Bangla Airlines
ভিনির সঙ্গে অন্যায় হয়েছে, বললেন রোনালদো

ভিনির সঙ্গে অন্যায় হয়েছে, বললেন রোনালদো

খেলা ডেস্ক

২৮ ডিসেম্বর ২০২৪, ২২:১৭

ব্যালন ডি’অর দেওয়ার দুই মাস পার হয়েছে। তবুও এ বিষয়ে বিতর্ক যেন থামছেই না। এবার বিতর্কের মিছিলে যোগ দিয়েছেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী সাবেক রিয়াল মাদ্রিদ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। পর্তুগিজ তারকার মতে, ফুটবলের অন্যতম মর্যাদাপূর্ণ এই পুরস্কারের জন্য সঠিক খেলোয়াড় নির্বাচনে ভুল করা হয়ছে।

গতকাল (২৭ ডিসেম্বর) দুবাইয়ে গ্লোব সকার অ্যাওয়ার্ডসে ব্যালন কর্তৃপক্ষকে এ প্রসঙ্গে একপ্রকার ধুয়ে দিয়েছেন রোনালদো। আল নাসরের এই তারকার মতে, ম্যানচেস্টার সিটির স্প্যানিশ ডিফেন্সিভ মিডফিল্ডার রদ্রির চেয়েও পুরস্কারটি প্রাপ্য ছিল রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুসের।

তিনি বলেন, ‘আমার মতে, ব্যালন ডি’অর জয়ের সবচেয়ে যোগ্য ছিলেন ভিনিসিয়ুস। এখানে আমি সবার সামনে বলছি, ওর সঙ্গে অন্যায় করা হয়েছে। রদ্রি পুরস্কারের যোগ্য হলেও ব্যালন ডি’অরটা ভিনির প্রাপ্য ছিল। কারণ, সে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে এবং ফাইনালে গোলও করেছে।’

ব্যালন ডি’অর এর আয়োজক ফরাসি সাময়িকী ‘ফ্রান্স ফুটবল’। গতকাল সংস্থাটির একহাত নিলেন এবারের পুরস্কারের জন্য সংক্ষিপ্ত তালিকায় জায়গা না পাওয়া রোনালদো। তিনি বলেন, ‘এই অনুষ্ঠানগুলো এমনই। তারা সব সময় এই কাজই করে।’ এরপর গ্লোব সকার অ্যাওয়ার্ডসের প্রশংসাও করেন, ‘এ কারণেই আমি গ্লোব সকার অ্যাওয়ার্ডসকে ভালোবাসি। তারা সৎ।’

সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতলেন ভিনিসিয়ুস

ব্যালন ডি’অর না পেলেও কিছুদিন আগেই ‘ফিফা দ্য বেস্ট’ অ্যাওয়ার্ড জিতেছেন ভিনিসিয়ুস জুনিয়র। এরপর গতকাল গ্লোব অস্কার অ্যাওয়ার্ডের সেরা খেলোয়াড় এবং সেরা ফরোয়ার্ডের পুরস্কার জিতেন এ ব্রাজিলিয়ান তারকা।

উল্লেখ্য, গত মৌসুমে রিয়ালের হয়ে লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগ এবং স্প্যানিশ সুপার কাপ জেতার পাশাপাশি চ্যাম্পিয়ন্স লিগের মৌসুমসেরা খেলোয়াড়ও হয়েছিলেন ভিনিসিয়ুস। তাতে ব্যালন ডি’অর পাওয়ার দৌড়ে বেশ এগিয়ে ছিলেন তিনি। তবে পুরস্কারটি ভিনির পরিবর্তে রদ্রি পাওয়ায় এই অনুষ্ঠানে রিয়ালের কেউ অংশ নেয়নি।

এদিকে এ বছর গ্লোব সকার অ্যাওয়ার্ডসে দুটি পুরস্কার জিতেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ২০২৩-২৪ মৌসুমে ৪৫ ম্যাচে ৪৪ গোল ও ১৩টি গোলে সহায়তা করা রোনালদোর হাতে উঠেছে মধ্যপ্রাচ্যের সেরা খেলোয়াড়ের পুরস্কার। এর পাশাপাশি সর্বকালের সর্বোচ্চ গোলদাতার পুরস্কারও পান রোনালদো।

এমআই