
দুর্বার গতির রোনালদো বললেন, ‘আমরা থামছি না’
খেলা ডেস্ক
২৭ জানুয়ারি ২০২৫, ২০:০৭
বয়সটা ৪০ ছুঁইছুঁই। কিন্তু ক্রিশ্চিয়ানো রোনালদো যেন এখনো তাগড়া জোয়ান। ফুটবলের মাঠে তাঁর নিবেদন, পারফরম্যান্স অন্যান্য তরুণদের তুলনায় এগিয়ে রাখবে। সাথে রেকর্ডের খাতায় নিয়মিত নাম লেখানোর অভ্যাস তো থাকছেই। সৌদি প্রো লিগে গতকাল রোববার আল ফাতেহকে ৩-১ গোলে হারায় রোনালদোর ক্লাব আল নাসর। সেখানেও গোল করেছেন পর্তুগিজ তারকা।
ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ সাদিও মানের সঙ্গে ছবি শেয়ার করে রোনালদো লেখেন, ‘আমরা থামছি না।’ ম্যাচের ৪১তম মিনিটে আল ফাতেহ’র মারওয়ানে সাদানে আত্মঘাতী গোল করেন। ওই গোলের লিড নিয়ে প্রথমার্ধ শেষ করে আল নাসর। দ্বিতীয়ার্ধে আরও দুই গোল করে রোনালদোর দল। পর্তুগিজ তারকার পাশাপাশি অন্য গোলটি করেন ফরাসি ডিফেন্ডার সিমাকান।
ম্যাচের ৮৭তম মিনিটে গোলের দেখা পান ক্রিশ্চিয়ানো রোনালদো। সাদিও মানের পাস থেকে গোলটি করেন সিআর সেভেন। এতেই ক্যারিয়ারের ৯২০তম গোল পেলেন এই বিশ্বতারকা। এছাড়া সৌদি প্রো লিগে চলতি মৌসুমে ১৪টি গোল করে তালিকার শীর্ষে রয়েছেন ৩৯ বছর বয়সী এই ফুটবলার।
এই জয়ে ১৭ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে উঠে এসেছে আল নাসর। তবে শীর্ষে থাকা দুই ক্লাব আল ইত্তিহাদ ও আল হিলালের পয়েন্ট ১৬ ম্যাচে ৪৩।
This is incredible
Posted by Fabrizio Romano on Monday, January 27, 2025
এদিকে বয়স বাড়ার পাশাপাশি রোনালদো যেন আরও তেজস্বী হয়ে উঠেছেন। পরিসংখ্যান বলছে, ৩০ বছর হওয়ার আগে ফুটবলের সব আসর মিলিয়ে ৪৬৩টি গোল করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। বয়স ৩০ পার হওয়ার পর, সব প্রতিযোগিতায় ৪৫৭টি গোল করেছেন এই পর্তুগিজ তারকা।
এমআই