Advertisement
Us Bangla Airlines
পরাজয়ের বৃত্তে রংপুর রাইডার্স

পরাজয়ের বৃত্তে রংপুর রাইডার্স

খেলা ডেস্ক

২৯ জানুয়ারি ২০২৫, ২০:৪০

গ্লোবাল সুপার লিগের ফর্মটা যেন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) টেনে এনেছিল রংপুর রাইডার্স। ক্যারিবিয়ানদের মাটিতে শেষ ৩ ম্যাচ জেতার পর এবারের বিপিএলের শুরুটাও ছিল দুর্দান্ত। চলতি মৌসুমের প্রথম ৮ ম্যাচের আটটাই জিতেছে নুরুল হাসান সোহানের দল। প্রতিপক্ষের ওপর রংপুরের আধিপত্যও ছিল দেখার মতো।

বরিশালের বিপক্ষে শেষ ওভারে ৩০ রান নিয়ে ম্যাচ জিতিয়েছিলেন কাপ্তান নুরুল হাসান সোহান। খুলনার বিপক্ষে ১৮ বলে ২২ রানের সমীকরণে থেকে ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছিল রংপুরের বোলাররা। এছাড়া টুর্নামেন্টের অন্যান্য দলগুলোতো পাত্তাই পায়নি রংপুরের। সেই দাপুটে রংপুর আট জয়ের পর এবার টানা ৩টি ম্যাচ হেরেছে।

চট্টগ্রাম পর্বে রাজশাহীর বিপক্ষে প্রথম হারের স্বাদ পেয়েছিল নুরুল হাসান সোহানের দল। টপ অর্ডারের ব্যর্থতায় সেদিন তাসকিনদের সামনে দাঁড়াতেই পারেনি টেবিল টপাররা। এরপর ঢাকায় ফিরে বিপিএলের আসর। সেখানেও বিতর্কিত রাজশাহীর কাছে ২ রানে হারে সোহানের রংপুর রাইডার্স।

টুর্নামেন্টের ৩৭তম ম্যাচে আজ (বুধবার) চিটাগং কিংসের বিপক্ষে পরাজয় বরণ করে সোহান-সাইফরা। তাতে টানা আট জয়ের পর যেন পরাজয়ের বৃত্তে আটকে গেল রংপুরের ফ্র্যাঞ্চাইজি দলটি। তবে হারের বৃত্তে আটকে গেলেও দুশ্চিন্তার কারণ নেই রংপুরের। ইতোমধ্যে প্লে-অফ নিশ্চিত করেছে দলটি।

এমআই