
রংপুরকে রেকর্ড গড়তে দিল না বিতর্কিত রাজশাহী
খেলা ডেস্ক
২৩ জানুয়ারি ২০২৫, ২১:৪৫
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) টানা ১১ ম্যাচ জেতার রেকর্ড রয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের। ইমরুল কায়েসের নেতৃত্বে চতুর্থ শিরোপা জয়ের মৌসুমে টানা ১১টি ম্যাচ জিতেছিল নাফিসা কামালের দল। রংপুরের সেই রেকর্ডেই চোখ রাঙাচ্ছিল উত্তরবঙ্গের প্রতিনিধিত্ব করা রংপুর রাইডার্স। নুরুল হাসানের নেতৃত্বাধীন রংপুরকে হারানোর জন্য কোনো রসদ খুঁচ্ছে পাচ্ছিলো না বিপিএলের দলগুলো।
শক্তিমত্তা বিবেচনায় চলতি আসরের অন্যতম সেরা দল রংপুর রাইডার্স। অলরাউন্ডারের ছড়াছড়ির দলে এখনো ডাগআউটে বসে সময় কাটাচ্ছেন একাধিক খেলোয়াড়। রংপুরের সমকক্ষ হিসেবে বিবেচনায় করা হয় গত আসরের চ্যাম্পিয়ন ফরচুন বরিশালকে। চলতি আসরে ৮ ম্যাচে দুটো হেরেছে তামিম ইকবালের দল। দুটো ম্যাচই রংপুরের বিপক্ষে। সবশেষ দেখায় শেষ ওভারে ৩০ রান নিয়ে বরিশালকে কাঁদিয়ে ছেড়েছিল নুরুল হাসান সোহান।
বিপিএলে আগুন ফর্মে থাকা রংপুরের জয়ের ঘোড়া যেন ছুটেছিল দুর্বার গতিতে। তবে তাসকিনের গতির ঝড়ে দুর্বার রাজশাহীর কাছেই শেষমেশ হেরে বসলো রংপুর। বিপিএলে নানান বিতর্কের মাঝে ডুবে থাকা রাজশাহীর এমন জয় প্লে-অফের দৌড়ে এখনো টিকিয়ে রেখেছে তাসকিন-বিজয়দের। পাশাপাশি ফ্র্যাঞ্চাইজি থেকে পুরোপুরি টাকা না পাওয়া রাজশাহীর এমন জয় বাহবা কুড়াচ্ছে নেটিজেনদের।
এদিকে রাজশাহীর কাছে হেরে যাওয়ায় অবিশ্বাস্য রেকর্ড গড়ার মঞ্চ থেকে ছিটকে পড়ল রংপুর রাইডার্স। গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলো জিতলেই টানা ১২ ম্যাচের জেতার রেকর্ড গড়তে পারত দলটি। তাতে নতুন রেকর্ডের মাইলফলক অর্জন করতে পারতো সোহানের দল। তবে সেটা আর করতে পারলেন না তারা। বিপিএলে টানা ৮ ম্যাচ জয়ের পর নবম ম্যাচে এসে হোঁচট খেল নেভীব্লু জার্সিধারীরা।
শুধু বিপিএল নয়, সবমিলিয়ে কুমিল্লাকে টপকাতে পারেনি রংপুর রাইডার্স। চলতি বিপিএলে ৮ জয় এবং গ্লোবাল সুপার লিগে তিন জয় মিলিয়ে টানা ১১ ম্যাচ জিতেছিল নুরুল হাসান সোহানের দল। টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের কোনো দলের টানা জয়ের এটি যৌথ রেকর্ড। ২০২৩ সালে বিপিএলে টানা ১১ ম্যাচ জিতেছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্সও। আজকে রাজশাহীকে হারাতে পারলে রেকর্ড গড়তে পারতো রংপুর।
টানা জয়ের রেকর্ড গড়তে না পারলেও নতুন মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় রংপুর। বিপিএলে এক আসরে সর্বোচ্চ ১১ ম্যাচ জেতার রেকর্ড কুমিল্লার। এই রেকর্ড টপকাতে সোহানদের প্রয়োজন আর ৪টি জয়। ইতোমধ্যে কোয়ালিফাই নিশ্চিত করে ফেলা রংপুর চলতি আসরে আরও ৫টি ম্যাচ খেলার সুযোগ পাবে। তাতে ৪টি ম্যাচ জিতলেই নতুন ইতিহাস গড়বে রংপুর রাইডার্স।
এমআই