Advertisement
Us Bangla Airlines
রংপুরের প্রথম হার, উইকেটকে দায়ী করলেন সোহান

রংপুরের প্রথম হার, উইকেটকে দায়ী করলেন সোহান

খেলা ডেস্ক

২৪ জানুয়ারি ২০২৫, ১৪:৫৩

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরে রানবন্যা দেখা গিয়েছে। ঢাকা, সিলেট কিংবা চট্টগ্রাম- ব্যাট হাতে সর্বত্রই উজ্জ্বল ছিলেন ক্রিকেটাররা। তবে সিলেটের তুলনায় বন্দর নগরীর মাঠে রানের সংখ্যা কিছুটা কম পরিলক্ষিত হয়েছে। কারণ জহুর আহমেদে বাউন্ডারির দৈর্ঘ ছিল সবচেয়ে বড়। যদিও চট্টগ্রামে রান কম হওয়ার কারণ হিসেবে উইকেটকেই দায়ী করেছেন রংপুর রাইডার্সের অধিনায়ক নুরুল হাসান সোহান।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দুর্বার রাজশাহীর বিপক্ষে আসরের প্রথম পরাজয়ের স্বাদ গ্রহণ করে রংপুর রাইডার্স। রাজশাহীর দেওয়া ১৭১ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে ২৪ রান বাকি থাকতেই অলআউট হয়ে পড়ে সোহানের দল। তাতে টানা ১১ জয়ের পর প্রথম হার দেখেছে উত্তরবঙ্গের প্রতিনিধিত্ব করা দলটি।

টুর্নামেন্টে প্রথম পরাজয়ের পরে সংবাদ সম্মেলনে আসেন রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান। সেখানেই উইকেট নিয়ে কথা বলেন এই ক্রিকেটার। চট্টগ্রামের উইকেট নিয়ে সোহান বলেন, ‘মিরপুর বা সিলেটের উইকেট চট্টগ্রামের চেয়ে ভালো ছিল। এ কারণেই হাই স্কোরিং ম্যাচ হয়েছে। এখানেও উইকেট ভালো, ঠিকঠাক।’

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরে স্টেডিয়ামের বাউন্ডারির দৈর্ঘ্যে পরিবর্তন আনা হয়েছে। আন্তর্জাতিক ক্রিকেটে বা অন্যান্য আসরে যতটা লম্বা ছিল সীমানা, এবার তার থেকে কিছুটা কমিয়ে দেওয়া হয়েছে। যার ফলে ব্যাটাররা বাড়তি সুবিধা পচ্ছেন। সোহানের চাওয়া, আদর্শ মাপই থাকুক বাউন্ডারির।

তিনি বলেন, ‘যে বাউন্ডারির মাপ স্ট্যান্ডার্ড, ওটাই থাকা উচিত। যেহেতু টি-টোয়েন্টি ম্যাচ, হাই স্কোরিং ম্যাচ হচ্ছে, আউট হওয়ার সম্ভাবনাও বেশি থাকবে। এটাই স্বাভাবিক।’

হেরে যাওয়া ম্যাচে ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন নুরুল হাসান। ৪ বাউন্ডারি ও ২ ছক্কায় ২৬ বলে ৪১ রান করেছিলেন এই উইকেটরক্ষক ব্যাটার। নিজের ব্যাটিং নিয়ে সোহান বলেন, ‘এটা ওরকম কিছু না। সবসময় দলের জন্য কন্ট্রিবিউট করতে চাই। আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছে। চেষ্টা করব পুরো টুর্নামেন্ট জুড়েই যেন করতে পারি। বেশি রান করার চেয়ে দলের জন্য কোন রান কাজে লাগছে, জয়ে কাজে লাগছে এটা বেশি জরুরী। ভবিষ্যতে আরও উন্নতি করে আরও ভালো করার চেষ্টা করব।’

এমআই