
কেন আফসোসে ভুগছেন সৌম্য সরকার?
খেলা ডেস্ক
২২ জানুয়ারি ২০২৫, ১৭:০৯
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) রংপুর রাইডার্সের হয়ে খেলবেন সৌম্য সরকার। টুর্নামেন্টের ২৯ ম্যাচ হলেও এখন পর্যন্ত মাঠে নামতে পারছেন না তিনি। ক্যারিবিয়ান সিরিজে ইনজুরিতে পড়ার এখনো রিদমে ফিরতে পারছেন না এ খেলোয়াড়। যদিও ইনজুরির ধকল কাটিয়ে ইতোমধ্যে রংপুরের শিবিরে যোগ দিয়েছেন এই বাঁহাতি অলরাউন্ডার।
উত্তরবঙ্গের দলটির হয়ে সৌম্য এখন পর্যন্ত মাঠে না নামলেও নিয়মিত অনুশীলন করছেন তিনি। এমনকি পুনর্বাসনে কাটানো সময়ে বাসায় দেখেছেন দলের খেলা। কিন্তু ইনজুরির কারণে মাঠে নামতে না পেরে আফসোসে ভুগেছেন এ ক্রিকেটার।
গতকাল গণমাধ্যমের সাথে কথা বলতে গিয়ে সৌম্য বলেন, ‘অনেক সময় খেলা থাকে না (ইনজুরির সময়)। তবে এখন খেলা হচ্ছে তবে খেলতে পারছি না, সেটাই আফসোস। বিপিএলে অনেক রান হচ্ছে এবার। এটা যদি আমরা চালিয়ে যেতে পারি, তাহলে আমরা উন্নতি করতে পারব। আমরা বুঝতে পারব, ২০০ রান কীভাবে চেজ করতে হয়। তো যত এমন রান হবে তাতেই আমাদের জন্য ভালো হবে।’
উইন্ডিজ সফরে পাওয়া ইনজুরির বয়স ১ মাসের বেশি হলেও মাঠে ফেরা হয়নি সৌম্যর। আঙুলের চোট কেন এত ভোগাচ্ছে, সে উত্তরটা দিয়েছেন নিজেই। সৌম্য বলেন, ‘দিনের পর দিন উন্নতি করছি। কিছুদিন তো ব্যাটিং-ই করতে পারতাম না, এখন ব্যাটিং করতে পারছি। ফিল্ডিংটাও আসতে আসতে করছি। আমার ভাইরাসও হয়েছিলো, তাই রিকভারি করতে কিছুটা সময় লেগে গেছে।’
ক্যারিবিয়ান সফরে নিকোলাস পুরানদের ৩-০ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ হারিয়েছিল বাংলাদেশ। কিন্তু সিরিজ জয়কে উন্নতির মাপকাঠি মানতে নারাজ এই ক্রিকেটার।
সৌম্য বলেন, ‘সবাই যদি আমরা বিশ্বাস করি পারব, তাহলে পারব। আমরা তো আগেই নেতিবাচক কথা বলি। সেই টুর্নামেন্টের (গ্লোবাল সুপার লিগ) আগেই আমি বলেছিলাম, আমরা যদি তিন সাইডেই ভালো করতে পারি তাহলে আমরা জিততে পারব। হ্যা আমরা ওইখানে ভালো করেছি, তবে সেটা আমাদের কতটুকু উন্নতি হয়েছে সেটা দেখার বিষয়।’
এমআই