
বিপিএলে কবে খেলতে নামবেন সৌম্য?
খেলা ডেস্ক
২৭ ডিসেম্বর ২০২৪, ১৬:০৫
ব্যাট হাতে ভালো সময় কাটাচ্ছিলেন সৌম্য সরকার। আফগানদের বিপক্ষে ওয়ানডে সিরিজে পারফর্ম করার পর গ্লোবাল সুপার লিগেও আলো ছড়িয়েছেন। ফাইনালে রংপুর রাইডার্সকে একাই টেনেছেন এ বাঁহাতি। এরপর ক্যারিবিয়ান সিরিজেও সৌম্যর ব্যাটে রান দেখেছিল টাইগার ভক্তরা। ধারাবাহিক পারফর্ম করা সৌম্যর মাঝে যেন খুঁজে পাওয়া যাচ্ছিল ২০১৫ সালের সেই খেপাটে বালকের ছায়া।
সৌম্যর এমন পারফর্মে টাইগার ভক্তদের পাশাপাশি হয়তো আশা বেঁধেছিল রংপুর রাইডার্স। বিপিএলে রংপুরের হয়ে খেলবেন সাতক্ষীরার ছেলে। তবে সব আশা নিমিষেই হারিয়ে গেছে সৌম্যর ইনজুরিতে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে স্লিপে ক্যাচ নিতে গিয়ে আঙুলে ব্যথা পেয়েছিলেন সৌম্য। এরপর ম্যাচের বাকি অংশে আর খেলতে পারেননি তিনি।
স্লিপে বাংলাদেশের সেরা ফিল্ডারদের একজন সৌম্য সরকার। দারুণ কিছু ক্যাচ ধরে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শুধু ক্যাচ মিস নয়, আঙুলে গুরুতর চোট পেয়েছেন এ ক্রিকেটার। ফলে ব্যথায় কাতরাতে কাতরাতে মাঠ ছাড়তে হয়েছে এ ওপেনারকে।
গুরুতর ইনজুরির কারণে খেলার মাঝেই সৌম্যকে হাসপাতালে নেওয়া হয়। আঙুল কেটে যাওয়ায় সৌম্যর হাতে পড়েছে পাঁচ সেলাই। তাতে অন্তত তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গেছেন এই ব্যাটার। আঙুলের সেই চোট এখনও কাটিয়ে উঠতে পারেননি সৌম্য। ফলে আসন্ন বিপিএলের শুরুর দিকে এই ওপেনারকে পাবে না রংপুর। তবে দ্রুত মাঠে ফিরতে আগামীকাল শনিবার বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেবেন এই ওপেনার।
সব ঠিক থাকলে বিপিএলের চট্টগ্রাম পর্ব থেকে খেলার প্রবল সম্ভাবনা রয়েছে তার। বিষয়টি জানিয়েছেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরি। তিনি জানিয়েছেন, শনিবার বিশেষজ্ঞ ডাক্তার দেখার পর সৌম্যের মাঠে ফেরা সম্পর্কে সঠিক ধারণা পাওয়া যাবে।
এমআই