Advertisement
Us Bangla Airlines
বাংলাদেশের বিপক্ষে নামার আগেই ডাচ স্কোয়াডে তিন পরিবর্তন!

বাংলাদেশের বিপক্ষে নামার আগেই ডাচ স্কোয়াডে তিন পরিবর্তন!

খেলা ডেস্ক

২৬ আগস্ট ২০২৫, ১৩:২৭

এশিয়া কাপের প্রস্তুতি হিসেবে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। নতুন সিরিজকে ঘিরে ইতোমধ্যে স্কোয়াড ঘোষণা করেছে উভয় দল। গত ২০ আগস্ট বাংলাদেশ সিরিজের জন্য স্কোয়াডে ঘোষণা করেছে নেদারল্যান্ডস। তবে সিরিজ শুরুর আগে দলে তিনটি পরিবর্তন এনেছে ডাচরা।

ইঞ্জুরির কারণে সিরিজ শুরুর আগেই দল থেকে ছিটকে গিয়েছেন দুই পেসার রায়ান ক্লাইন ও ফ্রেড ক্লাসেন। ব্যক্তিগত কারণে বাংলাদেশে আসবেন না সাকিব জুলফিকার। তাদের পরিবর্তে দলে জায়গা পেয়েছেন ১৭ বছর বয়সী ব্যাটার সেড্রিক ডি ল্যাং। দীর্ঘদিন পর স্কোয়াডে ফিরেছেন সেবাস্টিয়ান ব্রাট ও সিকান্দার জুলফিকার।

শক্তিশালী দল নিয়ে বাংলাদেশে আসছে নেদারল্যান্ডস

যুব দলে ধারাবাহিক পারফরম্যান্সের পাশাপাশি ঘরোয়া ক্রিকেটেও নজর কেড়েছেন তরুণ ব্যাটার সেড্রিক ডি ল্যাং। প্রো সিরিজে দুর্দান্ত পারফর্ম করেই জাতীয় দলে জায়গা পেয়েছেন তিনি। অন্যদিকে, ২০২১ সালের পর প্রথমবার জাতীয় দলে ফিরছেন সেবাস্টিয়ান ব্রাট। ২০১৯ সালে সবশেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন সিকান্দার জুলফিকার।

নতুন তিন মুখ নিয়ে ডাচ অধিনায়ক এডওয়ার্ডস বলেন, ‘ব্রাটকে আবার দলে পাওয়া দারুণ ব্যাপার। অভিজ্ঞতা ও সাম্প্রতিক পারফরম্যান্স তাকে অনেক গুরুত্বপূর্ণ করবে। আর সিকান্দারের পাওয়ার হিটিং আমাদের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। সেড্রিক ডি ল্যাং এর মতো তরুণ ব্যাটার, দলে পার্থক্য গড়ে দেয়।’

নেদারল্যান্ডসের বিপক্ষে কোন মাঠে খেলবে বাংলাদেশ?

বাংলাদেশের মাটিতে এই প্রথম সফরে আসছে নেদারল্যান্ডস। টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত দুই দল মাত্র পাঁচবার মুখোমুখি হয়েছে, যার চারটাতেই জিতেছে টাইগাররা। আগামী ৩০ আগস্ট সিলেটে বাংলাদেশের বিপক্ষে লড়াইয়ে নামবে নেদারল্যান্ডস। সিরিজের বাকি দুই ম্যাচ যথাক্রমে ১ ও ৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। 

একনজরে নেদারল্যান্ডস স্কোয়াড

ম্যাক্স ও'দোদ, বিক্রমজিত সিং, অনিল নিদামানুরু, স্কট এডওয়ার্ডস, নোয়াহ ক্রস, সিকান্দার জুলফিকার, সেড্রিক ডি ল্যাং , কাইল ক্লেইন, আরিয়ান দত্ত, পল ভন মিকেরেন, শারিজ আহমেদ, বেন ফ্লেচার, ড্যানিয়েল ডোরাম, টিম প্রিঙ্গেল, সেবাস্টিয়ান ব্রাট।

এমআই