Advertisement
Us Bangla Airlines
বাংলাদেশে আসছে আফগানিস্তান, সূচি প্রকাশ

বাংলাদেশে আসছে আফগানিস্তান, সূচি প্রকাশ

খেলা ডেস্ক

১৪ অক্টোবর ২০২৫, ১৫:০১

বিদেশের মাটিতে দাপট দেখাচ্ছে বাংলাদেশ। শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ জিতে ফিরেছে আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। এরপর ইংল্যান্ড সফরে গিয়ে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজে ১-১ সমতায় সিরিজ শেষ করে টাইগার যুবারা। তিনটি ম্যাচ বৃষ্টির কারণে ভেস্তে যায়।

ইংল্যান্ড থেকে ফিরে বর্তমানে রাজশাহীতে অনুশীলনে ব্যস্ত যুব টাইগাররা। শিগগিরই ঘরের মাঠে আরেকটি বড় লড়াইয়ে নামছে আজিজুল হাকিমের দল। পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ২০ অক্টোবর বাংলাদেশে পা রাখবে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল। বিশ্বকাপের প্রস্তুতিতে ভিন্ন ভেন্যুতে এই সিরিজ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।

পাঁচ ম্যাচের সিরিজ খেলতে বাংলাদেশে আসছে আফগানিস্তান

সিরিজের প্রথম দুই ম্যাচ অনুষ্ঠিত হবে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে—২৮ ও ৩১ অক্টোবর। এরপর সিরিজের বাকি তিন ম্যাচ হবে রাজশাহী স্টেডিয়ামে—যথাক্রমে ৩, ৬ ও ৯ নভেম্বর।

এ সিরিজের মধ্য দিয়ে যুব দল প্রস্তুতি সারবে আরও দুটি গুরুত্বপূর্ণ মঞ্চের জন্য। ডিসেম্বরের শুরুতে বসবে যুব এশিয়া কাপের আসর, এরপর জানুয়ারিতে জিম্বাবুয়েতে অনুষ্ঠিত হবে যুব বিশ্বকাপ। ইতোমধ্যে বিশ্বকাপের ভেন্যুতে ত্রিদেশীয় সিরিজ জিতে এসেছে যুবা টাইগাররা।

বাংলাদেশ-আফগানিস্তান সূচি

ম্যাচ তারিখ ভেন্যু
১ম ওয়ানডে ২৮ অক্টোবর শহীদ চান্দু স্টেডিয়াম, বগুড়া
২য় ওয়ানডে ৩১ অক্টোবর শহীদ চান্দু স্টেডিয়াম, বগুড়া
৩য় ওয়ানডে ৩ নভেম্বর রাজশাহী স্টেডিয়াম
৪র্থ ওয়ানডে ৬ নভেম্বর রাজশাহী স্টেডিয়াম
৫ম ওয়ানডে ৯ নভেম্বর  রাজশাহী স্টেডিয়াম

এমআই