Advertisement
Us Bangla Airlines
বিপিএলে বিদেশি ক্রিকেটারদের খেলার নিয়মে আসছে পরিবর্তন

বিপিএলে বিদেশি ক্রিকেটারদের খেলার নিয়মে আসছে পরিবর্তন

খেলা ডেস্ক

০৫ নভেম্বর ২০২৫, ১৪:৫৩

অবশেষে সব জল্পনা–কল্পনার অবসান ঘটিয়ে ডিসেম্বরেই মাঠে গড়াতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসর। ফ্র্যাঞ্চাইজি নির্বাচন নিয়ে অনিশ্চয়তা থাকলেও গভর্নিং কাউন্সিল ইতোমধ্যেই পাঁচটি দল চূড়ান্ত করেছে। রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটালস আগের মতোই থাকছে। 

নতুন করে ফ্র্যাঞ্চাইজি মালিকানা পেয়েছে ট্রায়াঙ্গেল সার্ভিসেস (চট্টগ্রাম), নাবিল গ্রুপ (রাজশাহী) ও ক্রিকেট উইথ সামি (সিলেট)। তবে এবারের বিপিএলে বড় পরিবর্তন আসতে পারে বিদেশি খেলোয়াড়দের কোটা নিয়ে। একই সময়ে সংযুক্ত আরব আমিরাতে শুরু হতে যাচ্ছে আইএল টি-টোয়েন্টি ও দক্ষিণ আফ্রিকার এসএ টোয়েন্টি লিগ। 

ফলে বিদেশি ক্রিকেটারদের প্রাপ্যতা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। এই পরিস্থিতিতে প্রতি ম্যাচে চারজনের পরিবর্তে তিনজন বিদেশি খেলানোর সম্ভাবনার ইঙ্গিত দিয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিল।

গভর্নিং কাউন্সিলের সদস্য নাজমুল আবেদীন ফাহিম বলেন, ‘অনেক কিছুই হতে পারে, তবে আমাদের লক্ষ্য থাকবে দেশি খেলোয়াড়দের স্বার্থ রক্ষা করা। সাধারণত পাঁচটা দলে যতজন ঘরোয়া ক্রিকেটার থাকে, সেটা বাড়ানোর চেষ্টা থাকবে। কারণ সাত-আট দল না থাকায় অনেক যোগ্য ক্রিকেটার এবার হয়তো সুযোগ পাবেন না—যা সত্যিই দুঃখজনক।’

অন্যদিকে গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু জানিয়েছেন, ফ্র্যাঞ্চাইজিগুলোকে তাদের সামর্থ্য অনুযায়ী বিদেশি ক্রিকেটার আনার স্বাধীনতা দেওয়া হবে। 

তিনি বলেন, ‘আমরা চাই টুর্নামেন্টটা জমজমাট হোক। এখন যেহেতু একই সময়ে তিনটি টি–টোয়েন্টি লিগ চলছে, তাই নির্দিষ্ট বিদেশি কোটা নির্ধারণ করছি না। কোনো দল চাইলে নির্দিষ্ট ম্যাচের জন্য বিদেশি খেলোয়াড় নিয়ে আসতে পারবে। এমনকি কেউ যদি দুই ম্যাচ খেলেও যায়, সেটিও আমাদের জন্য বড় প্রাপ্তি।’

দেশি ক্রিকেটারদের সুযোগ বাড়ানোর পাশাপাশি বিদেশি তারকাদের উপস্থিতিতে বিপিএলকে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করে তোলাই এবারের মূল লক্ষ্য বলে জানিয়েছে গভর্নিং কাউন্সিল।

এমআই