
তামিম নয়, জাতীয় দলে সাকিবের বেস্ট ফ্রেন্ড যিনি
খেলা ডেস্ক
০৮ জুলাই ২০২৫, ১৬:১৪
বাংলাদেশ ক্রিকেটের দুই তারকা সাকিব আল হাসান ও তামিম ইকবাল। এককালের দহরম মহরম সম্পর্ক ক্যারিয়ারের শেষবেলায় শত্রুতায় পরিণত হয়েছে। তামিম আন্তর্জাতিক ক্রিকেটকে গেল বছর আনুষ্ঠানিক বিদায় নিয়েছেন। দলে জায়গা না পেলেও অবসর নেননি সাকিব।
মাঠের ক্রিকেটে সাকিব-তামিমের দেখা হয়নি অনেকদিন। সবশেষ বিপিএলে সাকিবের খেলার কথা থাকলেও দেশে আসা হয়নি তার। বিদেশে এক লিজেন্ড লিগে মুখোমুখি হওয়ার কথা থাকলেও সেখান থেকে নাম সরিয়ে নিয়েছিলেন টাইগার অলরাউন্ডার। তবুও ঘুরে ফিরে আসে সাকিব-তামিমের সম্পর্ক।
সম্প্রতি যুক্তরাষ্ট্রে আয়োজিত এক অনুষ্ঠানে তামিমের সঙ্গে সম্পর্ক নিয়ে সাকিব বলেন, ‘অনূর্ধ্ব-১৯ থেকে আমি তামিম আর মুশফিক ভাইর সাথেও খেলেছি। আমরা ২০-২৫ বছর ক্রিকেট খেলেছি, অনেক ঘনিষ্ঠ। সেদিক থেকে আমি বলব আমরা ক্রিকেটে সবচেয়ে বেশি সময় একসাথে কাটিয়েছি। তারা আমার ভালো বন্ধু।’
তিনি বলেন, ‘কাউকে আপনার বেস্ট ফ্রেন্ড বানানো কঠিন। ক্রিকেটের বাইরে আপনার বেস্ট ফ্রেন্ড বানানো উচিত। ক্রিকেটে আমার অনেক ভালো বন্ধু আছে, কিন্তু ক্রিকেটের বাইরে বাইরে আমার এমন বিশ্বস্ত বন্ধু কমই আছে- যাদের আমি বিশ্বাস করতে পারি।’
ক্রিকেটে কি তাহলে সাকিবের কোনো বেস্ট ফ্রেন্ড নেই? সাকিবের জবাব, ‘এই বয়সে আমি একটা জিনিস বুঝতে পেরেছি, তা হচ্ছে বেস্ট ফ্রেন্ড বলে কিছু নেই। যে বন্ধুকে আপনি বিশ্বাস করতে পারেন সেই আপনার বেস্ট ফ্রেন্ড। তবে আমি সম্ভবত রুবেল হোসেনের নাম বলব। আমাদের দারুণ সময় কেটেছে।’
‘ক্রিকেটের বাইরে আমি, রুবেল, তাসকিন- আমরা অনেক মজা করে সময় পার করেছি। আমি রুবেলের কথা বলব, তাসকিনও আছে’- যোগ করেন সাকিব।
এমআই