
ওয়ানডে অধিনায়ক পরিবর্তনে ক্ষুব্ধ তামিম, কিন্তু কেন?
খেলা ডেস্ক
১৬ জুন ২০২৫, ১৭:১২
সময়টা ভালো যাচ্ছে না বাংলাদেশ ক্রিকেটর। তিন ফরম্যাটের সবখানেই পরাজয়ের বৃত্তে আটকে আছে টাইগাররা। এমনকি আইসিসির সহযোগী দেশের সঙ্গে সিরিজ হার, বাংলাদেশের ভিত নাড়িয়ে দিয়েছে। এর মাঝেই ক্রিকেট বোর্ডের অস্থিরতা যেন কাটছেই না। আচমকা বিসিবির সভাপতি পদে এসেছে পরিবর্তন।
ঈদের কিছুদিন আগে বিসিবির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। সাবেক ক্রিকেটার ফারুক আহমেদের স্থলাভিষিক্ত হয়েছেন তিনি। দায়িত্ব হাতে নিয়েই অপ্রত্যাশিত চমক দেখালেন বুলবুল। আচমকা বাংলাদেশ ওয়ানডে দলের নেতৃত্বে পরিবর্তন এনেছেন তিনি।
ওয়ানডে ফরম্যাটে দীর্ঘদিন ধরে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন নাজমুল হোসেন শান্ত। ধারণা করা হচ্ছিলো, আগামী ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত নেতৃত্বে থাকবেন তিনি। ব্যাটার হিসেবে সমালোচিত হলেও অধিনায়ক হিসেবে দুর্দান্ত ছিলেন শান্ত। বাইশ গজে আচমকা সিদ্ধান্তে ম্যাচের মোড় ঘুরিয়েছেন তিনি।
৫০ ওভারের ক্রিকেটে অধিনায়ক থাকাকালীন শান্তের ব্যাটিং পরিসংখ্যানও ছিল উজ্জ্বল। অন্যদিকে, দীর্ঘমেয়াদী দায়িত্ব পেয়ে দলকে নিয়ে আলাদা পরিকল্পনাও করেছেন এই ক্রিকেটার। কিন্তু শ্রীলঙ্কা সিরিজে পাড়ি জমানোর আগে আচমকা ওয়ানডের অধিনায়কত্বে পরিবর্তন আনে বিসিবি।
বর্তমানে তিন ফরম্যাটের ক্রিকেটে বাংলাদেশের তিন জন ভিন্ন অধিনায়ক। জয় সংকটের মাঝে ক্রিকেটারদের মাঝে এমন পরিবর্তন আনায় ক্ষুব্ধ বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবাল খান। সম্প্রতি দেশের প্রচলিত এক গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে অধিনায়ক পরিবর্তন নিয়ে মন্তব্য করেন তিনি।
তামিম ইকবাল বলেন, ‘বর্তমানে জাতীয় দলের তিন সংস্করণে তিনজন অধিনায়ক। আমার কাছে জিনিসটা কার্যকর মনে হয় না। আমরা এমনিতেই ধুঁকছি। সেখানে যেভাবে শান্তকে সরানো হলো, তা দুঃখজনক। বিসিবি যে কাউকে অধিনায়ক করতে পারে। মিরাজ খুবই ভালো প্রার্থী। কিন্তু শান্তকে সম্মান দিয়ে সরাতে পারত।’
বিসিবির সিদ্ধান্তে অমত জানিয়ে তামিম আরও বলেন, ‘উচিত ছিল আগে শান্তর সঙ্গে কথা বলা, পরে নতুন অধিনায়কের সঙ্গে। সবকিছু চূড়ান্ত করে মিডিয়ায় জানাতে পারত। হয়েছে উল্টোটা।’
শ্রীলঙ্কা সিরিজ দিয়েই নতুন অধিনায়কত্ব শুরু করবেন মেহেদী হাসান মিরাজ। যদিও বর্তমানে জ্বরে ভুগছেন তিনি। আপাতত টেস্ট সিরিজের প্রথম ম্যাচে অনিশ্চিত এই অলরাউন্ডার। পরবর্তীতে অসুস্থতা আরও গুরুতর হলে সিরিজ থেকে ছিটকে যেতে পারেন তিনি। তাতে নিজের অধিনায়কত্বের প্রথম সিরিজও অনিশ্চয়তায় পড়বে।
এমআই