
তামিমের বক্তব্য ঘিরে অপেক্ষা, কী বলবেন মিরপুরে?
খেলা ডেস্ক
২৫ এপ্রিল ২০২৫, ১২:৪২
ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) মোহামেডানের অধিনায়ক ছিলেন তামিম ইকবাল। গত রমজানে বিকেএসপিতে খেলতে গিয়ে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে পড়েন তিনি। এরপর একাধিক হাসপাতাল ঘুরে তামিম এখন বাসায় বিশ্রামে রয়েছেন। ডাক্তারের পরামর্শ অনুযায়ী, আগামী ৩ মাস মাঠের বাইরে থাকছেন টাইগারদের সাবেক অধিনায়ক।
তামিমের অসুস্থতায় মোহামেডানের নেতৃত্ব পেয়েছেন তরুণ ক্রিকেটার তাওহিদ হৃদয়। সম্প্রতি মাঠে আম্পায়ারের সঙ্গে বাজে আচরণ করায় বেশ সমালোচনার শিকার হয়েছেন তিনি। অশোভন আচরণ আর কটু মন্তব্যে হৃদয়কে দুই ম্যাচের নিষেধাজ্ঞা এবং ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। কিন্তু ক্ষমতার প্রভাবে সেই নিষেধাজ্ঞায় কমিয়ে আনে মোহামেডান।
প্রিমিয়ার লিগের সুপার লিগ পর্বের দ্বিতীয় ম্যাচেই আবার মাঠে নেমে ছিলেন হৃদয়। মূলত হৃদয়কে খেলাতে টুর্নামেন্টের মাঝপথে বদলে যায় কোড অব কন্টাক্ট। সেদিন সুপার লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচে অগ্রণী ব্যাংকের বিপক্ষে মাঠে নেমেছিলেন হৃদয়। সেই সঙ্গে অধিনায়কত্বেও ফিরেন। এরপর সেই ইস্যু নিয়ে জল গড়িয়েছে অনেক দূর।
শাস্তির পরিবর্তে হৃদয়কে মাঠে ফেরানোর কারণে টেকনিক্যাল কমিটির প্রধানের পদ ছাড়েন সাবেক ক্রিকেটার ও আম্পায়ার এনামুল হক মনি। এরপর বিসিবির চাকরি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন আইসিসির এলিট প্যানেলের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে সৈকত। তীব্র সমালোচনার মুখে পড়ে ক্রিকেট কমিটি অফ ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)।
এরপর শরফুদ্দৌলার সঙ্গে বৈঠক করেন বিসিবির আম্পায়ার কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু। তাতে আইসিসির এলিট আম্পায়ার বিসিবিতে চাকরি করার সিদ্ধান্তে ফিরেন। একইসঙ্গে সিসিডিএমের দায়িত্বে আসে পরিবর্তন। সাবেক আম্পায়ার এনামুল হক মনির পরিবর্তে দায়িত্বে আসেন নাজমুল আবেদিন ফাহিম।
দায়িত্ব গ্রহণ করেই মোহামেডান অধিনায়ক হৃদয়ের শাস্তি পুনর্বহাল করেন সিসিডিএমের আহ্বায়ক নাজমুল আবেদিন ফাহিম। যার ফলে আগামীকাল গাজী গ্রুপের বিপক্ষে ম্যাচটিতে খেলতে পারবেন না হৃদয়। এর মধ্যেই মোহামেডানের ক্রিকেটারদের নিয়ে এই ইস্যুতে সংবাদ সম্মেলন করবেন তামিম ইকবাল।
শুক্রবার সকালে ক্রীড়াঙ্গনে তেমন ব্যস্ততা না থাকলেও বিসিবিতে হাজির হয়েছেন তামিম। তামিমের আগে মিরপুরে প্রবেশ তাওহিদ হৃদয়। মোহামেডানের এই সংবাদ সম্মেলনে দলটির বাকি ক্রিকেটাররা অবস্থান নেবেন বলে জানা গেছে। এর আগেও দল থেকে অবসর নিতে এবং সাকিবের সঙ্গে বিবাদ নিয়ে গণমাধ্যমে ঘটা করে সংবাদ সম্মেলন করেছিলেন তামিম ইকবাল।
এমআই