Advertisement
Us Bangla Airlines
ক্লাবের ক্ষমতা প্রদর্শনের পরেও নতুন করে নিষিদ্ধ হৃদয়

ক্লাবের ক্ষমতা প্রদর্শনের পরেও নতুন করে নিষিদ্ধ হৃদয়

খেলা ডেস্ক

২৪ এপ্রিল ২০২৫, ১৯:২০

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) মোহামেডানের হয়ে খেলছেন তাওহীদ হৃদয়। দলের অধিনায়ক তামিম ইকবাল হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় হৃদয়ের কাঁধে পড়ে নেতৃত্বের ভার। গেল ১২ এপ্রিল এবাদত হোসেনের বলে আম্পায়ার তানভীর আহমেদ লেগ বিফোরের সাড়া না দেওয়ায় তর্কে জড়িয়ে পড়েন হৃদয়।

হৃদয়ের বিতর্ক সামাল দিতে লেগ আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহিদ সৈকত আসলেও তিনিও তোপের মুখে পড়েন। এমনকি সৈকতের সঙ্গে হৃদয়কে উচ্চস্বরে কথা বলতে দেখা যায়। ম্যাচ শেষে আম্পায়ারদের নিয়ে অশোভন মন্তব্যও করেন এই ক্রিকেটার। ফলে ২ ম্যাচের নিষেধাজ্ঞায় পড়েন মোহামেডান অধিনায়ক।

হৃদয়কে খেলাতেই ডিপিএলের মাঝপথে নিয়মের পরিবর্তন!

খেলোয়াড় সংকটের অজুহাতে হৃদয়কে খেলাতে বিসিবিকে চাপ দেয় মোহামেডান। তাতেই টুর্নামেন্টের মাঝপথে বদলে যায় কোড অব কন্টাক্ট। নিয়মের পালাবদলে হৃদয়ের ম্যাচ নিষেধাজ্ঞা এক ম্যাচ কমে যায়। এরপরই ক্ষুব্ধ হয়ে বিসিবির চাকরি ছেড়ে দিতে চেয়েছেন এলিট প্যানেলে আম্পায়ার তাওহীদ হৃদয়।

এরপর সেই ইস্যু নিয়ে জল গড়িয়েছে অনেক দূর। সংগঠকদের মধ্যস্থতায় বিসিবিতে থাকছেন আম্পায়ার শরফুদ্দৌলা। একইসঙ্গে নতুন করে হৃদয়ের সেই এক ম্যাচের শাস্তি পুনঃবহাল হচ্ছে। ফলে আগামী ২৬ এপ্রিল গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে খেলতে পারবেন না মোহামেডান অধিনায়ক।

ডিপিএলে নিষিদ্ধ হলেন হৃদয়, জরিমানার কবলে এবাদত

আজ বৃহস্পতিবার মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে গণমাধ্যমের মুখোমুখি হয়ে নিশ্চিত করলেন বিসিবি পরিচালক ও সিসিডিএমের নতুন কনভেইনর নাজমুল আবেদিন ফাহিম।

ফাহিম জানান, ‘আমার মনে হয় আমরা প্রক্রিয়ার কিছুটা বাইরে চলে গিয়েছিলাম। অভ্যন্তরীণভাবে বাইলজ বদল করে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সেটা নেওয়ার এখতিয়ার এখানে এই কমিটির নেই। আমাদের যেটা করতে হবে আগের যে নিয়ম কানুন ছিল সেটা অনুসরণ করতে হবে।’

আরও যোগ করেন, ‘দুর্ভাগ্যজনকভাবে আগের একটা ঘটনার কারণে যাকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছিল, কিন্তু তাকে এক ম্যাচ পরই খেলতে দেওয়া হয়। আমরা তো সেটা ফিরিয়ে আনতে পারব না। আমরা সেটা (অগ্রণী ব্যাংকের বিপক্ষে হৃদয়ের খেলা) বৈধ ধরে নিচ্ছি। এখন আমরা আগের নিয়মকে বলবৎ করব। সেই অনুযায়ী পরবর্তী ম্যাচে (গাজী গ্রুপের বিপক্ষে) তাওহীদ হৃদয় খেলার সুযোগ পাবে না।’

মোহামেডানের তৃতীয় অধিনায়ক হচ্ছেন কোন ক্রিকেটার

বাইলজের ৭.৫ ধারায় বলা ছিল, ৪-৭ ডিমেরিট পয়েন্টের ক্ষেত্রে দুই ম্যাচের নিষেধাজ্ঞা প্রযোজ্য। কিন্তু সিসিডিএম ও টেকনিক্যাল কমিটির একটি নতুন স্মারকলিপিতে সেই শাস্তি এক ম্যাচে নামিয়ে আনা হয়, যা আম্পায়ার্স ও ম্যাচ অফিসিয়ালদের মধ্যে অসন্তোষের জন্ম দেয়।

এমআই