
বিসিবিতে থাকছেন শরফুদ্দৌলা, হৃদয়ের শাস্তির কী হবে?
খেলা ডেস্ক
২৩ এপ্রিল ২০২৫, ২১:১৪
শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত দেশের ক্রিকেটে সেরা আম্পায়ার, তা বলার অপেক্ষা রাখে না। গেল বছর আইসিসির এলিট প্যানেলে জায়গা করে নিয়েছেন তিনি। চলতি বছরের নতুন তালিকাতেও রয়েছে শরফুদ্দৌলার নাম। বিশ্বমঞ্চে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করা এই আম্পায়ার বিসিবির চাকরি ছাড়বেন বলে গুঞ্জন উঠেছিল।
বিসিবিতে পদত্যাগ চেয়ে চিঠিও দিয়েছেন শরফুদ্দৌলা। কারণটাও অনুমিত। সম্প্রতি ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) মোহামেডানের অধিনায়ক তাওহীদ হৃদয়কে নিয়ে সিসিডিএমের সিদ্ধান্তে বিসিবির চাকরি ছাড়ার ঘোষণা দেন তিনি। তবে সেই সিদ্ধান্ত থেকে সরে আসছেন এলিট প্যানেলের একমাত্র বাংলাদেশি আম্পায়ার।
বিষয়টি নিশ্চিত করেছেন মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু। আজ (বুধবার) আম্পায়ার সৈকতের সঙ্গে আলোচনায় বসার পর এই সিদ্ধান্ত জানিয়েছেন তিনি।
বিসিবির কোড অব কনডাক্ট অনুযায়ী ৪ থেকে ৭ ডিমেরিট পয়েন্টের জন্য ক্রিকেটারদের ২ ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হবে। ৭টি ডিমেরিট পয়েন্ট পেয়ে দুই ম্যাচের নিষেধাজ্ঞায় পড়েছিলেন হৃদয়। কিন্তু এর মাঝে ৪-৭ ডিমেরিট পয়েন্টের জন্য ক্রিকেটারদের ১ ম্যাচ নিষেধাজ্ঞা দেওয়ার নিয়ম করা হয়। তাতেই হৃদয়ের নিষেধাজ্ঞা এক ম্যাচ কমে যায়।
হৃদয়ের ম্যাচ নিষেধাজ্ঞা কমে যাওয়ায় ক্ষুব্ধই হয়েছেন দেশসেরা আম্পায়ার শরফুদ্দৌলা। তবে তার বিসিবিতে থাকার দিনে খারাপ খবরই শুনতে যাচ্ছেন হৃদয়। ক্লাবের ক্ষমতায় ১ ম্যাচ নিষেধাজ্ঞা কমে যাওয়া শাস্তি পুনরায় বলবৎ হওয়ার সম্ভাবনা রয়েছে। সুপার লিগে মোহামেডানের এখনো দুটি ম্যাচ বাকি রয়েছে।
এমআই