Advertisement
Us Bangla Airlines
কাজাখস্তানকে ৫-১ গোলে পরাজিত করলো বাংলাদেশ দল

কাজাখস্তানকে ৫-১ গোলে পরাজিত করলো বাংলাদেশ দল

খেলা ডেস্ক

১৮ এপ্রিল ২০২৫, ২০:৫৯

ইন্দোনেশিয়ার জাকার্তায় শুরু হয়েছে এএইচএফ কাপ। আজ বাংলাদেশ সময় সন্ধ্যায় বাংলাদেশ গ্রুপের প্রথম ম্যাচে কাজাখস্তানকে ৫-১ গোলে হারিয়ে শুভ সূচনা করেছে। সোহানুর রহমান সবুজ ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন। 

কাজাখস্তানের বিপক্ষে বাংলাদেশ কখনো হারেনি। ৩৭ মিনিট পর্যন্ত খেলা ১-১ গোলে সমতা ছিল। প্রথমবারের মতো দুর্বল কাজাখস্তানের বিপক্ষে পয়েন্ট খোয়ানোর শঙ্কা জেগেছিল। যদিও শেষ দুই কোয়ার্টারে চার গোলে বাংলাদেশ স্বাভাবিক জয় নিয়েই মাঠ ছেড়েছে। ২০২২ সালের এএইচএফ কাপে কাজাখস্তানকে ৮ গোল দিয়েছিল বাংলাদেশ।

ম্যাচের প্রথম কোয়ার্টারে বাংলাদেশ কোনো গোল করতে পারেনি। দ্বিতীয় কোয়ার্টারের ৯ মিনিটে আশরাফুল ইসলাম পেনাল্টি কর্নার থেকে গোলের সূচনা করেন। ছয় মিনিট  পরই কাজাখস্তান পেনাল্টি কর্নার থেকে খেলায় সমতা আনেন। দুই দলই সমতা নিয়ে মধ্য বিরতিতে ড্রেসিংরুমে ফেরে। 

তৃতীয় কোয়ার্টারের ৮ মিনিটে নাইম উদ্দিন পেনাল্টি কর্নার থেকে গোল করে আবার বাংলাদেশকে এগিয়ে নেন। এক মিনটি পরই রাকিবুল ফিল্ড গোল করলে বাংলাদেশের ম্যাচে আধিপত্য নিশ্চিত হয়। ৪৪ মিনিটে পেনাল্টি কর্নারে সোহানুর রহমান সবুজ আরেক গোল করলে স্কোরলাইন ৪-১ হয়। 

ম্যাচের শেষ মুহূর্তে বাংলাদেশ পেনাল্টি স্ট্রোক পায়। আশরাফুল গোল করলে ৫-১ ব্যবধানে জয় নিয়ে ম্যাচ শেষ করে বাংলাদেশ। 

বাংলাদেশের পরবর্তী ম্যাচ পরশু দিন স্বাগতিক ইন্দোনেশিয়ার বিপক্ষে। বি গ্রুপে বাংলাদেশের অন্য প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও থাইল্যান্ড। দুই গ্রুপের শীর্ষ দুই দল সেমিফাইনালের পাশাপাশি এশিয়া কাপের খেলাও নিশ্চিত হবে।

এমআই