
সেপ্টেম্বরেই মাঠে ফিরছেন তামিম-মুশফিক-রিয়াদ!
খেলা ডেস্ক
০৭ আগস্ট ২০২৫, ২০:৩০
ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) গেল মার্চে আচমকা অসুস্থ হয়ে পড়েছিলেন তামিম ইকবাল। ডাক্তারের পরামর্শে এরপর আর মাঠে ফেরা হয়নি তার। আন্তর্জাতিক ক্যারিয়ারকে বিদায় জানানো মাহমুদউল্লাহ রিয়াদও সবশেষ ডিপিএলে খেলেছেন। এখনো টেস্ট ফরম্যাটে খেলা চালিয়ে যাওয়া মুশফিককে দেখা গিয়েছিল শ্রীলঙ্কা সিরিজে।
দেশের ক্রিকেটের তিন অভিজ্ঞ তারকাকে এবার জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টি আসরে দেখা যাবে। আজ বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম খান। আগামী সেপ্টেম্বর মাসে কুড়ি ওভারের এই টুর্নামেন্ট শুরু হবে বলে শোনা যাচ্ছে।
শারীরিক সমস্যার কারণে দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন তামিম ইকবাল। এবার সেই অপেক্ষার অবসান ঘটিয়ে তিনি ঘরোয়া টি-টোয়েন্টি লিগে খেলতে যাচ্ছেন। বিসিবি পরিচালক আকরাম খান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘তামিমের সঙ্গে কথা হয়েছে, তামিম এনসিএলে খেলবে।’
এনসিএলে সাধারণত নিজের বিভাগের হয়ে খেলে থাকেন ক্রিকেটাররা। তবে বগুড়ার ছেলে হয়েও রাজশাহীতে খেলতে চান না মুশফিকুর রহিম। অভিজ্ঞ এই ক্রিকেটার ইতোমধ্যে সিলেট বিভাগের হয়ে খেলার আগ্রহ প্রকাশ করেছেন বলে জানিয়েছেন আকরাম খান।
তিনি বলেন, ‘মুশফিক খুব সম্ভবত সিলেটের হয়ে খেলার জন্য অনুরোধ করেছে। ও মনে হয় সিলেটেই খেলবে। রিয়াদ সম্পর্কে আমাকে কিছু বলেনি মানে নির্বাচকদের বলেনি। কিন্তু খুব সম্ভবত ও খেলবে, খেলা উচিত।’
এদিকে এনসিএল টি-টোয়েন্টির এবারের আসরটি অনুষ্ঠিত হবে সিলেট, রাজশাহী ও বগুড়ায়। বিসিবির পরিকল্পনা অনুযায়ী, ক্রিকেটকে ঢাকার বাইরে ছড়িয়ে দিতে এবার এই তিন ভেন্যু বেছে নেওয়া হয়েছে। এছাড়া ম্যাচ ফি বাড়িয়ে ৪০ হাজার টাকায় উন্নীত করা হয়েছে।
এমআই