
মাহমুদউল্লাহর আচরণে চমক, দর্শকের দিকে তেড়ে গেলেন কেন?
খেলা ডেস্ক
২৯ এপ্রিল ২০২৫, ১৮:২৯
পরাজয়ের ক্ষোভটা কি দশর্কের ওপরে ঝাড়লেন মাহমুদউল্লাহ রিয়াদ! চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীর বিপক্ষে ৬ উইকেটে হেরেছে তার দল মোহামেডান। শিরোপার এত কাছে থেকেও তার হাতছাড়ার ক্ষোভ হয়তো মাহমুদউল্লাহকে ঝেঁকে বসেছিল। তাতেই ‘ভদ্র’ তকমা পাওয়া রিয়াদ দর্শকের করা মন্তব্যে মারতে তেড়ে গিয়েছেন।
ঘটনাটি ডিপিএলের শিরোপা নির্ধারনী ম্যাচের পর। আবাহনীর কাছে হেরে মাঠ ছেড়ে ড্রেসিং রুমে যাচ্ছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। এরপর গ্র্যান্ড স্ট্যান্ডের পাশ থেকে এক দর্শক মোহামেডানের হয়ে খেলা মাহমুদউল্লাহ রিয়াদকে উদ্দেশ্য করে কিছু একটা বলেন। তাতেই এই দর্শকের দিকে রাগ মাখা মুখে তেড়ে গিয়েছেন ৩৯ বছর বয়সী এই ক্রিকেটার।
বিষয়টি মোহামেডান ম্যানেজার সাজ্জাদ আহমেদ শিপনের চোখে পড়তেই তিনি মাহমুদউল্লাহকে সেখান থেকে সরিয়ে আনেন। এছাড়া রিয়াদের এমন ঘটনায় শিপন বলেন, ‘কর্মকর্তাদের ভুয়া বলেছিলেন ওই দর্শক। পরে রিয়াদ ভেবেছে তাকে ভুয়া বলেছে। যে কারণে সে গিয়েছিল, এছাড়া কিছু নয়।’
এদিকে, মোহাম্মদ নাদিম নামের এক সমর্থক ফেসবুকে দাবি করেছেন, আজকের ঘটনাটি মূলত তার সঙ্গে ঘটেছে। পাশাপাশি ঘটনার বর্ণনাও দিয়েছেন ফেসবুকে।
হ্যালো গাইজ, আজকে মোহামেডান-আবাহনী অঘোষিত ফাইনালের শেষে মিরপুরে মাহমুদউল্লাহ রিয়াদের সাথে যে ইন্সিডেন্ট টা হয়, সেটা...
Posted by Mohammad Nadim on Tuesday, April 29, 2025
তিনি লিখেছেন, ‘আজকে মোহামেডান-আবাহনী অঘোষিত ফাইনালের শেষে মিরপুরে মাহমুদউল্লাহ রিয়াদের সাথে যে ইন্সিডেন্টটা হয়, সেটা আমার সাথে। ম্যাচশেষে নিচের দিকে ড্রেসিংরুমের কাছে যাই। সেখানে মোহমেডান ক্লাব থেকে একটা পানির বোতল দিলে পানি পান করি আর প্লেয়ারদের ড্রেসিংরুমে আসা দেখছিলাম। তখন মাহমুদউল্লাহ রিয়াদ ও তার পেছনে ম্যানেজার সাজ্জাদুল হক শিপন আসে।’
‘আমি মাহমুদউল্লাহ রিয়াদকে দেখে বলি “ভাই, ভালো খেলসেন, হ্যাটস অফ টু ইউ”। এরপর ম্যানেজার সাজ্জাদুল হক শিপনের দিকে তাকিয়ে বলি, “শিপন ভাই, প্রতি বছর কি ভুয়া টিম করেন। ১৮ জনের টিম বানান, এর ১০ জনই জাতীয় দলে চলে যায়”। এখানে “ভুয়া” ওয়ার্ডটার উচ্চারণ ঘটায়, মাহমুদউল্লাহ রিয়াদ ড্রেসিরুম থেকে তা শুনতে পেয়ে আমার দিকে তেড়ে আসেন।’
‘অথচ আমি তাকে বা কোনো প্লেয়ারের দিকে এটা বলি নাই। আমি যখন এটা বলছিলাম, ম্যানেজার শিপন হাসতেছিল। কিন্তু এর হাসার মধ্যেই মাহমুদউল্লাহ রিয়াদ ড্রেসিংরুম থেকে বের হয়ে আমার দিকে তেড়ে আসে’- যোগ করেন তিনি।
এমআই