
নাসুমের ক্যামিওতে ‘ফাইনালে’ মোহামেডান
খেলা ডেস্ক
২৬ এপ্রিল ২০২৫, ১৮:৩০
ব্যাটিংটা নাসুম ভালোই পারেন। হয়তো এই কারণেই তার ওপরে আস্থা রেখেছিলেন মোহাম্মদ সাইফউদ্দিন। মাহমুদউল্লাহ রিয়াদের আউটের পর নাসুম যখন ব্যাটিংয়ে নামেন, তখন ২২ বলে দলের প্রয়োজন ছিল ৩২ রান। তবে এই রানের ২১ রানই এসেছে নাসুমের ব্যাট থেকে। হারতে বসা ম্যাচটি শেষ পর্যন্ত জিতে যায় মোহামেডান।
আরেকটু সহজ করে বললে, ম্যাচের শেষ দুই ওভারে প্রয়োজন ছিল ২৩ রান। দুই ছক্কা আর এক বাউন্ডারিতে সেখানে ১৭ রান তুলেন নাসুম আহমেদ। শেষ দুই বলে জয়ের জন্য প্রয়োজনীয় ৭ রান নিয়ে মোহামেডানকে জেতান তিনি। নাসুমের বীরত্বে পরাজয়ের দ্বারপ্রান্ত থেকে শেষ পর্যন্ত ৪ উইকেটে জিতেছে মোহামেডান।
গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে এমন জয়ে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) অলিখিত ফাইনাল নিশ্চিত করেছে হৃদয়ের দল। শিরোপা জয়ের জন্য নিজেদের শেষ ম্যাচে আবাহনীর মুখোমুখি হবে মাহমুদউল্লাহ রিয়াদরা।
মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে আজ (শনিবার) ডিপিএল সুপার লিগের চতুর্থ রাউন্ডের ম্যাচটিতে মুখোমুখি হয় মোহামেডান ও গাজী গ্রুপ ক্রিকেটার্স। জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দলে ডাক পাওয়ায় যেখানে ছিলেন গাজী গ্রুপের বড় তারকা এনামুল হক বিজয়। তবে বিজয়হীন গাজী গ্রুপও আগে ব্যাট করতে নেমে সব উইকেট হারিয়ে ২৩৬ রান তোলে।
দলটির পক্ষে সর্বোচ্চ ৮০ রানের ইনিংস খেলেছেন ওপেনার মুনিম শাহরিয়ার। ৮২ বলে তিনি ১০টি চার ও ২টি ছক্কা হাঁকান। এ ছাড়া শেখ পারভেজ জীবন ৩৩ ও গাজী তাহজিবুল ইসলাম ৩২ রান করলে লড়াইয়ের পুঁজি পায় গাজী গ্রুপ। যদিও নির্ধারিত ওভারের ২ বল বাকি থাকতেই তারা অলআউট হয়ে যায়।
বিপরীতে মোহামেডানের হয়ে ৩টি করে উইকেট শিকার করেছেন মুস্তাফিজুর রহমান ও মোহাম্মদ সাইফউদ্দিন।
লক্ষ্য তাড়ায় নেমে শুরুতেই ওপেনার আনিসুল ইসলামকে হারায় মোহামেডান। এক ম্যাচের নিষেধাজ্ঞা পিছিয়ে যাওয়া তাওহীদ হৃদয় খেললেন ৫০ বলে ৩৭ রানের ইনিংস। ধীরগতির ব্যাটিংয়ে ক্রমাগত চাপ বাড়ছিল মোহামেডানের আস্কিং রানরেটে। যা কিছুটা পুষিয়ে দেওয়ার চেষ্টা চালান মাহমুদউল্লাহ রিয়াদ। তবে ব্যক্তিগত অর্ধশতক থেকে ১ রানের দূরত্বে থামেন তিনি। ৬২ বলে ৫ চার ও ১ ছক্কায় ৪৯ রান করেন। আরেকপ্রান্তে ধীরগতির ব্যাট চালানো সাইফউদ্দিন অবশ্য জয় নিশ্চিত করে উঠেছেন।
তবে কাজে লেগেছে মোহাম্মদ নাসুমের শেষদিকের ক্যামিও। ১৩ বলে ২১ রান করার পাশাপাশি তিনি শেষ ওভারে ১২ রানের সমীকরণ মিলিয়েছেন। সাইফউদ্দিন ৫৫ বলে করেন ৩০ রান। শেষ বলেই নিশ্চিত হয় মোহামেডানের জয়, যা তাদের শিরোপার স্বপ্ন জিইয়ে রেখেছে। যেখানে আগে থেকেই চিরপ্রতিদ্বন্দ্বীদের অপেক্ষায় আবাহনী। মোসাদ্দেক হোসেন সৈকতের দলটি আজ নিজেদের ম্যাচ জিতে কাজটা আগেই সেরে রেখেছিল।
এমআই