Advertisement
Us Bangla Airlines
ক্রিকেটের উন্নতি নিয়ে আমাদের ভাবনা নেই: তামিম

ক্রিকেটের উন্নতি নিয়ে আমাদের ভাবনা নেই: তামিম

খেলা ডেস্ক

৩০ মে ২০২৫, ১৬:৫১

পাকিস্তানে চলছে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজ। দেশে চলমান ক্ষমতার পালাবদলের খেলা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদকে গতকাল সরিয়ে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। তার পরিবর্তে স্থলাভিষিক্ত হচ্ছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল।

বিসিবির টালমাটাল অবস্থার মাঝে বাংলাদেশ ক্রিকেটের অধপতনই যেন বেড়েই চলেছে। আমিরাতের বিপক্ষে সিরিজ হারার পর পাকিস্তানে বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ হেরেছে লিটনের দল। দলের এমন ভরাডুবির মাঝে বিসিবিতে ক্ষমতার পালাবদল ইস্যুতে মন্তব্য করেছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল।

বিসিবির দায়িত্বে কাকে দেখতে চান তামিম ইকবাল

তিনি বলেন, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ড, ক্রিকেটের বোর্ড এটা কিন্তু ক্রিকেট ছাড়া সবকিছু হচ্ছে। কে আসবে, কে যাবে; কে সভাপতি হবে, কে হবে না কিংবা কে নির্বাচন করবে বা কে করবে এগুলো তো ছোট একটা অংশ। বাংলাদেশের ক্রিকেটের প্রতি মানুষের আগ্রহ কমে যেতে শুরু করেছে।’

তামিম বলেন, ‘আমার  মনে হয়, সভাপতি কে হবেন.... সেটা তো আমার বলাতে কিছু যায় আসে না। যারা আছেন বা আসবেন.. ক্রিকেটটা নিয়ে একটু ভাবেন। কারণ ক্রিকেট এর জৌলুস হারাচ্ছে।’

হৃদয়ের শাস্তিকে ‘হাস্যকর’ সম্বোধন করে যা বললেন তামিম

ক্রিকেটের বাইরের বিষয়ে আলোচনা কমিয়ে, খেলায় মনোযোগ দেওয়ার আহবান সাবেক এই অধিনায়কের, ‘এটা স্বীকার করতে হবে যে আমরা স্ট্রাগল করছি। এটা আমরা কখনও মানতে চাই না। শুধু জাতীয় দলই না, প্রতিটি ক্রিকেটীয় দিক থেকে আমরা স্ট্রাগল করছি। এই জিনিসটা মেনে নিয়ে কিভাবে এখান থেকে বের হওয়া যায় সেটা নিয়ে আগাতে হবে। ক্রিকেট বাদে আমি সবকিছু দেখছি এখানে।’

‘আজকে পাকিস্তানে বাংলাদেশের খেলা, আসছেন মাত্র ৪টা সাংবাদিক। বাংলাদেশের কি এমন দিন আগে এসেছে? বাংলাদেশ আয়ারল্যান্ডের সঙ্গে খেলুক বা জিম্বাবুয়ের সঙ্গে খেলুক কিংবা পাকিস্তান-অস্ট্রেলিয়ার সঙ্গে.... মাত্র ৪ জন সাংবাদিক....এমন দিন তো আমি দেখিনি। এই বার্তা স্পষ্ট যে ক্রিকেট জৌলুস হারাচ্ছে।’-যোগ করেন তিনি।

বিসিবিতে কবে আসছেন তামিম, জানালেন আকরাম

তামিম বলেন, ‘এটা মানতে হবে যে আমরা স্ট্রাগল করছি এবং মেনে নিয়ে এই বিষয়ে কাজ আগাতে হবে। এটার বদলে.... কে বোর্ড প্রেসিডেন্ট হচ্ছে....এগুলা আমার কাছে মনে হয় অগুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা বেশি সিরিয়াস। ক্রিকেটের উন্নতি কিভাবে হবে সেটা নিয়ে আমাদের কোনো ভাবনা নাই।’

এমআই