
বিসিবিতে কবে আসছেন তামিম, জানালেন আকরাম
খেলা ডেস্ক
০৫ মার্চ ২০২৫, ২১:০৩
আন্তর্জাতিক ক্রিকেট থেকে গত জানুয়ারিতে আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছেন তামিম ইকবাল খান। তবে অবসর নেওয়ার পরেই ক্রিকেটের সঙ্গে সম্পর্ক চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। এমনকি বিপিএল শেষে এক সংবাদ সম্মেলনে বিসিবিতে আসার বিষয়েও রহস্যময় উত্তর দিয়েছিলেন তামিম ইকবাল।
বিপিএল শেষ হতেই ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) নতুন ক্লাবে বিনিয়োগ করেছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। গুঞ্জন রয়েছে, শিগগিরই সংগঠক হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) দেখা যেতে পারে তামিমকে। তবে এ নিয়ে নিশ্চিত করে কিছু বলেননি জাতীয় দলের সাবেক এই অধিনায়ক।
তামিমের বোর্ডে আসা প্রসঙ্গে এবার কথা বলেছেন বিসিবি পরিচালক আকরাম খান। আজ বুধবার মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে আকরাম খান বলেন, ‘বোর্ডে আসাটা নির্ভর করে কে কীভাবে আসতে চাচ্ছে। যেমন ধরেন আমার খেলা শেষ করার পর ইচ্ছা ছিল যে ক্রিকেট বোর্ডে আসা। অনেকে হয়তো আসেনি, ওদের ইন্টারেস্ট নেই।’
‘যাদের ব্যাকগ্রাউন্ড ভালো, যারা ক্রিকেটের সাথে আছে, শুধু ক্রিকেট না যেকোন স্পোর্টসে তাদের ব্যাকগ্রাউন্ড থাকে, ফুটবল আছে, হকি আছে। তারা আসলে ক্রিকেটের জন্য, স্পোর্টসের জন্য ভালো।’-যোগ করেন তিনি।
নাজমুল হোসেন শান্ত তিন ফরম্যাটেই বাংলাদেশের অধিনায়ক। যদিও চ্যাম্পিয়ন্স ট্রফির আগে গুঞ্জন ছিল অন্তত দুই ফরম্যাট থেকে নেতৃত্ব ছাড়তে চান শান্ত। তবে এখনো সে বিষয়ে কোনো কার্যকরী সিদ্ধান্ত আসেনি। গতকালকের বোর্ড মিটিংয়েও এ নিয়ে কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন আকরাম খান।
তিনি বলেন, ‘অধিনায়কত্ব নিয়ে ওই ধরনের কোনো কথা আমাদের মধ্যে হয়নি। তারপরও যে ফরম্যাটে অধিনায়ক হবে পুরো দায়িত্বটা নিতে হবে এবং ওর পারফরম্যান্স হলো মেইন ও যদি পারফরম্যান্স করতে পারে তাহলে টিমকে ভালোভাবে পরিচালনা করতে পারবে।’
এমআই