
ওয়ানডেতে ২১৯৮ রান করা ক্রিকেটারকে দলে ফেরাল বাংলাদেশ
খেলা ডেস্ক
১৬ অক্টোবর ২০২৫, ১৬:৩৫
আফগানিস্তানের বিপক্ষে হতাশাজনক পারফরম্যান্সের পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এবার ঘুরে দাঁড়ানোর মিশন। ক্যারিবিয়ানদের বিপক্ষে ওয়ানডে সিরিজে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত স্কোয়াডে জায়গা হয়নি নাঈম শেখ ও নাহিদ রানার। তবে প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পেয়েছেন উদীয়মান ব্যাটার মাহিদুল ইসলাম অঙ্কন।
চোটের কারণে এই স্কোয়াডে ওপেনার পারভেজ হোসেন ইমন। একইসঙ্গে নাইম শেখ বাদ পড়ায় এই স্কোয়াডে ফিরেছেন অভিজ্ঞ ব্যাটিং অলরাউন্ডার সৌম্য সরকার। ওয়ানডে ক্রিকেটে ইতোমধ্যে ২১৯৮ রান করেছেন তিনি। ২০১৪ সালে আন্তর্জাতিক ওয়ানডে ক্যারিয়ার শুরু করা সৌম্য ইতোমধ্যে ৭১ ইনিংসে তিনটি সেঞ্চুরি ও ১৩টি ফিফটি করেছেন।
সর্বশেষ চলতি বছরের ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে জাতীয় দলে খেলা সৌম্যর জন্য এবারের সুযোগটা এসেছে লিটন দাসের ইনজুরির কারণে। এশিয়া কাপ চলাকালীন চোটে পড়া লিটন আফগানিস্তান সিরিজের পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও খেলতে পারছেন না। তাছাড়া নাইম শেখের বাজে পারফরম্যান্সও সৌম্যর দরজা খুলে দেওয়ার আরেক কারণ।
এদিকে প্রথমবারের মতো ওয়ানডে দলে সুযোগ পাওয়া মাহিদুল ইসলাম অঙ্কন গত বিপিএলে ব্যাট হাতে নজর কেড়েছেন। পাশাপাশি ‘এ’ দলের হয়েও সেঞ্চুরি রয়েছে তার। এর আগে ২০২৪ সালের অক্টোবরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একটি মাত্র টেস্ট খেলেছেন তিনি। এবার ওয়ানডে ফরম্যাটে অভিষেকের অপেক্ষায় আছেন ২৬ বছর বয়সী এই মিডল-অর্ডার ব্যাটার।
মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচ হবে ১৮, ২১ ও ২৩ অক্টোবর। এরপর দুই দল টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে চট্টগ্রামে। ২৭, ২৯ ও ৩১ অক্টোবর যথাক্রমে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।
একনজরে বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, মোহাম্মদ সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলি অনিক, শামিম হোসেন, কাজী নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ।
এমআই