Advertisement
Us Bangla Airlines
একদিনে তিন চুক্তি, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে সাকিবের দাপট

একদিনে তিন চুক্তি, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে সাকিবের দাপট

খেলা ডেস্ক

১৬ অক্টোবর ২০২৫, ১৪:৫০

রাজনৈতিক পট পরিবর্তনের পর জাতীয় দলে খুব একটা ম্যাচ খেলার সুযোগ পাননি সাকিব আল হাসান। এরপর অবৈধ বোলিং অ্যাকশনের কারণে সাকিবের ক্রিকেট ক্যারিয়ারই থমকে গিয়েছিল। তবে বর্তমানে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বেশ ব্যস্ত সময় কাটাচ্ছেন এই অলরাউন্ডার। কানাডা লিগে রানার্সআপ হওয়ার পর এবার একদিনেই তিনটি লিগে নাম লেখালেন তিনি।

আবুধাবি টি-১০ লিগে ‘রয়্যাল চ্যাম্পস’-এর হয়ে মাঠে নামবেন সাকিব। আগেও তিনি বাংলা টাইগার্সের হয়ে এই লিগে খেলেছেন, তবে এবার খেলবেন নতুন দলে। রয়্যাল চ্যাম্পসে তার সতীর্থ হিসেবে থাকবেন জেসন রয় ও অ্যাঞ্জেলো ম্যাথুসের মতো অভিজ্ঞ তারকারা। টি-১০ আসরটি শুরু হবে ১৮ নভেম্বর।

এরই সঙ্গে যুক্তরাষ্ট্রের গ্লোবাল ক্রিকেট লিগ ইউএসএ-তেও খেলা নিশ্চিত করেছেন সাকিব। হিউস্টন রাইডার্সের জার্সিতে এই অলরাউন্ডারকে দেখা যাবে ২৪ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত চলা এই টুর্নামেন্টে। একই দলে রয়েছেন মোহাম্মদ আমির, মার্টিন গাপটিল, ইমরান তাহির, ইমাদ ওয়াসিম ও আন্দ্রে ফ্লেচারের মতো বিশ্বখ্যাত ক্রিকেটাররা।

তৃতীয় লিগটি হচ্ছে ভারতের শ্রীনগরে—ইন্ডিয়ান হেভেন প্রিমিয়ার লিগ। এক ভিডিও বার্তায় অংশগ্রহণের বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন সাকিব। আগামী ২৫ অক্টোবর থেকে ৮ নভেম্বর পর্যন্ত বকশী স্টেডিয়ামে হবে এই টুর্নামেন্ট, যেখানে খেলবেন শন মার্শ ও ক্রিস গেইলের মতো বিখ্যাত মুখ।

জাতীয় দলের বাইরে থাকা এই সময়টাতে বিশ্বের নানা প্রান্তে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ব্যস্ত সময় পার করছেন সাকিব। পিএসএল, সিপিএল, জিএসএল কিংবা যুক্তরাষ্ট্রের মাইনর লিগ—সবখানেই তার পদচারণা। সর্বশেষ অংশ নিয়েছেন কানাডার সুপার সিক্সটিতে, যেখানে তার দল উঠেছিল ফাইনালেও।

এমআই