Advertisement
Us Bangla Airlines
একাধিক চমক রেখে বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণা

একাধিক চমক রেখে বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণা

খেলা ডেস্ক

২৩ আগস্ট ২০২৫, ২১:১৬

নারী ওয়ানডে বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করেছে দেশের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা। বিশ্বকাপের দলে নতুন করে যুক্ত হয়েছেন দুই ক্রিকেটার।

বিসিবির ঘোষিত স্কোয়াডে অধিনায়ক হিসেবে রয়েছেন নিগার সুলতানা জ্যোতি। দলে আছেন বেশ কয়েকজন তরুণ ক্রিকেটার। নতুন করে যুক্ত হয়েছেন উইকেটকিপার ব্যাটার রুবিয়া হায়দার ঝিলিক, অফস্পিনার নিশিতা আক্তার নিশি। অনভিষিক্ত ব্যাটার সুমাইয়াও রয়েছেন বিশ্বকাপের দলে।

বিশ্বকাপ শুরুর আগেই জ্যোতিদের ম্যাচ ভেন্যু নিয়ে অনিশ্চয়তা!

চলমান উইমেন চ্যালেঞ্জ কাপে ব্যাট হাতে দারুণ পারফর্ম করেছেন রুবিয়া হায়দার ঝিলিক। গতকাল ছেলেদের অনূর্ধ্ব-১৫ দলের বিপক্ষে ফিফটি হাঁকিয়েছেন এই টপঅর্ডার ব্যাটার। বল হাতে দুর্দান্ত ছন্দে আছেন অফস্পিনার নিশি। নতুন বলেও নিয়মিত হাত ঘুরাতে পারেন এই ডানহাতি।

অনূর্ধ্ব-১৯ দলকে নেতৃত্ব দেওয়া সুমাইয়া আক্তার ইতোমধ্যে নিজের দক্ষতা প্রমাণ করেছেন। ব্যাট হাতে ইনিংস মেরামতে দক্ষ এই ব্যাটারের ওপর তাই আস্থা রেখেছে বিসিবি। সবমিলিয়ে তরুণ ও অভিজ্ঞ ক্রিকেটারের মিশেলে শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

বিশ্বকাপ বাছাই পর্বে সবশেষ খেলেছিল বাংলাদেশ। পাকিস্তানে খেলা সেই স্কোয়াড থেকে বাদ পড়েছেন তিন ক্রিকেটার। উইকেটকিপার ব্যাটার দিলারা আক্তার, অলরাউন্ডার ইশমা তানজিম ও অফস্পিনার জান্নাতুল ফেরদাউস বাদ পড়েছেন। তাদের পরিবর্তে দলে এসেছেন ঝিলিক ও নিশি।

আগামী ৩০ সেপ্টেম্বর পর্দা উঠবে নারী বিশ্বকাপের। এই টুর্নামেন্টটি ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে। যার ফাইনাল অনুষ্ঠিত হবে ২ নভেম্বর।

একনজরে বাংলাদেশ স্কোয়াড

নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), ফারজানা হক, রুবিয়া হায়দার ঝিলিক, শারমিন আক্তার সুপ্তা, সোবহানা মোস্তারি, রিতু মণি, স্বর্ণা আক্তার, ফাহিমা খাতুন, রাবেয়া খান, মারুফা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, সানজিদা আক্তার মেঘলা, নিশিতা আক্তার নিশি ও সুমাইয়া আক্তার।

এমআই