
ভারত-পাকিস্তান ম্যাচের দায়িত্বে বাংলাদেশি আম্পায়ার
খেলা ডেস্ক
০৮ সেপ্টেম্বর ২০২৫, ১৫:২২
নাটকীয়তা ও অনিশ্চয়তা পেরিয়ে অবশেষে মাঠে গড়াতে যাচ্ছে এশিয়া কাপ। আগামীকাল মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) শুরু হচ্ছে বহুল প্রতীক্ষিত এই টুর্নামেন্ট। সংযুক্ত আরব আমিরাতে এ বছরের আসরটি অনুষ্ঠিত হবে। প্রতিবারের মতো এবারও একই গ্রুপে ভারত-পাকিস্তান। দুই দলের ম্যাচে অনফিল্ড আম্পায়ার হিসেবে থাকছেন বাংলাদেশের মুকুল।
চলতি বছরে আটটি দল নিয়ে অনুষ্ঠিত হবে এশিয়া কাপের নতুন আসর।‘বি’ গ্রুপে রয়েছে বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং। গ্রুপ পর্বে বাংলাদেশের তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে। এই ভেন্যুতেই ‘বি’ গ্রুপের সব ম্যাচ আয়োজন করা হবে।
এশিয়া কাপে অংশ নেওয়া দলগুলোর পাশাপাশি নজর কাড়ছে আম্পায়ার প্যানেলও। এবারের আসরে আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন বাংলাদেশের মাসুদুর রহমান মুকুল ও গাজী সোহেল। তাদের সঙ্গে থাকবেন আফগানিস্তানের আহমদ পাকতিন ও ইজতুল্লাহ সাফি।
এছাড়া পাকিস্তানের আসিফ ইয়াকুব ও ফয়সাল আফ্রিদি, ভারতের রোহন পণ্ডিত ও বিরেন্দ্র শর্মা এবং শ্রীলঙ্কার রাভীন্দ্র বিমলাসিরি ও রুচিরা পেরেরা আম্পায়ার হিসেবে থাকছেন এবারের এশিয়া কাপে। তবে গর্বের বিষয় হলো, ভারত-পাকিস্তান ম্যাচের মতো গুরুত্বপূর্ণ ও আলোচিত ম্যাচে অন-ফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন বাংলাদেশের মাসুদুর রহমান মুকুল।
১২ সেপ্টেম্বর পাকিস্তান বনাম ওমান ম্যাচে অন-ফিল্ড আম্পায়ারের দায়িত্বে দেখা যাবে মুকুলকে। ১৪ সেপ্টেম্বর দুবাইয়ে ভারত ও পাকিস্তানের হাই-ভোল্টেজ ম্যাচেও অন-ফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন এই অভিজ্ঞ আম্পায়ার। এ ছাড়া ১৫ সেপ্টেম্বর শ্রীলঙ্কা ও হংকংয়ের ম্যাচে থাকবেন টিভি আম্পায়ার হিসেবে।
এমআই