
৩৪২ রানে হারের পর দক্ষিণ আফ্রিকার শাস্তি
খেলা ডেস্ক
০৮ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৪৫
সাউথ্যাম্পটনে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে ৩৪২ রানে হেরেছে দক্ষিণ আফ্রিকা। গতকাল রেকর্ড গড়া হারের পর আজ এল আইসিসির শাস্তি। রানের ব্যবধানে ওয়ানডে ইতিহাসের সবচেয়ে বড় পরাজয়ের দিনে সময়মতো ওভার শেষ না করায় প্রোটিয়াদেরদ গুনতে হচ্ছে জরিমানাও।
আইসিসি এক বিজ্ঞপ্তিতে জানায়, নির্ধারিত সময়ে এক ওভার কম করায় দক্ষিণ আফ্রিকান ক্রিকেটারদের ম্যাচ ফি’র পাঁচ শতাংশ জরিমানা করা হয়েছে। আচরণবিধির ২.২২ ধারা অনুযায়ী, প্রতি এক ওভার কম করলেই এই জরিমানা প্রযোজ্য হয়।
ম্যাচ রেফারি জাভাগাল শ্রীনাথের দেওয়া শাস্তি মেনে নিয়েছেন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক টেম্বা বাভুমা। তাই আনুষ্ঠানিক কোনো শুনানির প্রয়োজন হয়নি।
অবশ্য ম্যাচে এত কিছু ভুলে যাওয়ার মতো একটি পরিসংখ্যানই হয়তো দক্ষিণ আফ্রিকার জন্য যথেষ্ট বিব্রতকর—ইংল্যান্ডের করা ৪১৪ রানের জবাবে মাত্র ৭২ রানে গুটিয়ে যায় পুরো দল। ওয়ানডেতে এটি দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় সর্বনিম্ন দলীয় সংগ্রহ। আর ৩৪২ রানের এই হার ক্রিকেটের এই সংস্করণে রানের ব্যবধানে এখন পর্যন্ত সর্বোচ্চ।
তবে সিরিজ জয়ের স্বস্তিটুকু অন্তত সঙ্গে নিয়ে মাঠ ছেড়েছে প্রোটিয়ারা। প্রথম দুই ওয়ানডে জিতে আগেই সিরিজ নিশ্চিত করেছিল তারা। ইংল্যান্ডের মাটিতে ২৭ বছর পর পাওয়া এই দ্বিপাক্ষিক সিরিজ জয়ই হয়তো কিছুটা সান্ত্বনা হয়ে থাকবে বাভুমাদের জন্য।
এমআই