Advertisement
Us Bangla Airlines
ফের ভারতের ‘দাদাগিরি’, বাংলাদেশ নিয়ে নতুন অজুহাত

ফের ভারতের ‘দাদাগিরি’, বাংলাদেশ নিয়ে নতুন অজুহাত

খেলা ডেস্ক

১০ জুলাই ২০২৫, ২১:১৬

আগামী আগস্টে বাংলাদেশ সফর করার কথা ছিল ভারতের। কিন্তু নির্দিষ্ট কোনো কারণ উল্লেখ না করেই বাংলাদেশ সফর স্থগিত করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। এই সফর আরও এক বছর পিছিয়ে আগামী বছরের সেপ্টেম্বরে হওয়ার কথা রয়েছে।

আইসিসির পূর্ব নির্ধারিত সূচিকে তোয়াক্কা না করে বাংলাদেশের সঙ্গে দাদাগিরিই করেছে ভারত। দলকে সফরে না পাঠানোর পর এবার এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভা নিয়ে চলছে আরেক ছলচাতুরি। ঢাকায় অনুষ্ঠিত হতে যাওয়া এসিসির বৈঠকে যোগ দিতেও আপত্তি জানিয়েছে ভারত।

বাংলাদেশে কবে খেলতে আসবে, চূড়ান্ত খবর জানাল ভারত

ঢাকা থেকে এই ভেন্যু পরিবর্তনের জোর দাবি জানিয়েছে বিসিসিআই। এমনকি ভেন্যু পরিবর্তন না হলে এই সভা থেকে নাম প্রত্যাহার করতে পারে ভারত। পাশাপাশি তাদের দাবি না মানলে আগামী এশিয়া কাপে অংশগ্রহণ করবে না বলে প্রচ্ছন্ন হুমকি দিয়ে রেখেছে ক্রিকেট মোড়ল খ্যাত ভারত।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডেকে একটি সূত্র জানিয়েছে, ‘বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও অস্থিরতার কারণে বাংলাদেশ সফর এখন উপযুক্ত নয়। আমরা আনুষ্ঠানিকভাবে এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে ভেন্যু পরিবর্তনের অনুরোধ করেছি।’

বাংলাদেশ সফরে আসতে ভারতের নতুন আবদার!

আগামী ২৪ জুলাই ঢাকায় অনুষ্ঠিত হওয়ার কথা এসিসির এই সভা। যেখানে আসন্ন এশিয়া কাপ নিয়ে চূড়ান্ত আলোচনা হতে পারে। প্রস্তাবিত সূচি অনুযায়ী, এশিয়া কাপ মাঠে গড়াতে পারে ৫ সেপ্টেম্বর থেকে। টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। 

উল্লেখ্য, এবারের এশিয়া কাপের আয়োজক ভারত। ফলে তাদের দাবি-দাওয়া আর অজুহাতের গল্প বাকি দেশগুলোকে শুনতে হচ্ছে নিয়মিত।

এমআই