
আফগানদের জয়-পরাজয় নিয়ে ভাবছে না বাংলাদেশ
খেলা ডেস্ক
১৭ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৪২
আফগানিস্তানের বিপক্ষে নাটকীয় এক ম্যাচে ৮ রানের জয়ে এশিয়া কাপে টিকে আছে বাংলাদেশ। তবে সুপার ফোরে যেতে হলে এখন তাকিয়ে থাকতে হবে শ্রীলঙ্কা ও আফগানিস্তানের মধ্যকার ম্যাচের ফলাফলের দিকে। যদিও এই হিসেব-নিকেশ নিয়ে খুব একটা ভাবছেন না টাইগার স্পিনার নাসুম আহমেদ।
আজ বুধবার আবুধাবিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নাসুম বলেন, ‘যারা ভালো খেলবে, তারাই জিতবে। নির্দিষ্টভাবে কাউকে সাপোর্ট করা বা কারো জন্য দোয়া করার দরকার আছে বলে আমি মনে করি না। যেটা কপালে লেখা আছে, সেটাই হবে। তাই আমরা এটা নিয়ে খুব একটা ভাবছি না।’
ব্যক্তিগত পারফরম্যান্স নিয়েও কথা বলেন বাঁহাতি এই স্পিনার। বলেন, ‘আমি সবসময় প্রস্তুত থাকি খেলার জন্য। যখনই সুযোগ আসে, নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ, অনেক সময় ভালো হয়, অনেক সময় হয় না। তবে এজন্য আল্লাহর কাছে লাখো শুকরিয়া যে আমি পারফর্ম করতে পারি।’
এশিয়া কাপে আগের দুটি ম্যাচে সুযোগ পাননি নাসুম। তবে একাদশে সুযোগ না পাওয়া নিয়ে তাঁর কোনো আক্ষেপ নেই। বরং তিনি দলের পরিকল্পনাকেই গুরুত্ব দিচ্ছেন তিনি।
নাসুম বলেন, ‘দেখেন, ফিরে এসে ম্যান অব দ্য ম্যাচ হওয়াটাই বড় কিছু না। আমি আগের ম্যাচেও (যেটাতে খেলেছিলাম) ম্যান অব দ্য ম্যাচ হয়েছিলাম। আমাদের দল যাকে প্রয়োজন মনে করবে, তাকেই খেলাবে। এটা হতে পারে টিম প্ল্যানিং বা প্রতিপক্ষকে মাথায় রেখে নেওয়া কোনো ট্যাকটিক্স।’
নিজেকে প্রমাণের চাপ নয়, বরং দায়িত্ব পালনই মূল লক্ষ্য নাসুম আহমেদের। দলের পরিকল্পনার অংশ হতে পারা এবং প্রয়োজনের সময় জ্বলে ওঠাটাই তাঁর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।
এমআই