
যুক্তরাষ্ট্রের লিগে দল পেলেন ৯ বাংলাদেশি ক্রিকেটার
খেলা ডেস্ক
০৭ জুলাই ২০২৫, ১৪:০৭
যুক্তরাষ্ট্রের টি-টেন টুর্নামেন্ট পার সিক্সটি লিজেন্ডস লিগে দল পেয়েছেন ৯ বাংলাদেশি ক্রিকেটার। ডেট্রয়েট ফ্যালকন্স দলেই খেলবেন লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টটির ড্রাফট শুরুর আগেই সরাসরি চুক্তিতে সাকিবকে দলে টেনেছে ডেট্রয়েট ফ্যালকন্স। সাকিবের মতোই সরাসরি চুক্তিতে ডাক পেয়েছেন নাসির হোসেন।
ড্রাফট থেকে দল পেয়েছেন রনি তালুকদার, নিহাদ উজ জামান, আল আমিন হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, কামরুল ইসলাম রাব্বি, আরিফুল হক ও এনামুল হক জুনিয়র। সবমিলিয়ে ৯ বাংলাদেশির সবাই ডেট্রয়েট ফ্যালকন্স দলে খেলবেন।
বাংলাদেশের বাইরেও দলটিতে জায়গা পাওয়া বাকি ক্রিকেটাররা হলেন- ভারতের রিশি ধাওয়ান, শারদ লাম্বা, ওয়েস্ট ইন্ডিজের চন্দরপল হেমরাজ, অ্যান্থনি ব্রাম্বলি, শ্রীলঙ্কার মালিন্দা পুষ্পাকুমারা এবং দক্ষিণ আফ্রিকার ক্যামেরন ডেলপোর্ট।
আগামী ৫ আগস্ট থেকে পার সিক্সটি লিজেন্ডস লিগ শুরু হবে। যা শেষ হবে আগামী ১৬ আগস্ট। দশ ওভারের এই টুর্নামেন্টে ফ্যালকন্স ছাড়াও খেলবে দ্য শিকাগো প্লেয়ার্স, এলএ স্ট্রাইকার্স, রেবেল ওয়ারিয়র্স, মরিসভিলে ফাইটার্স এবং ওয়াশিংটন টাইগার্স।
একনজরে ডেট্রয়েট ফ্যালকন্স দল
সাকিব আল হাসান, নাসির হোসেন, রনি তালুকদার, নিহাদ উজ জামান, আল আমিন হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, কামরুল ইসলাম রাব্বি, আরিফুল হক, এনামুল হক জুনিয়র, ক্যামেরন ডেলপোর্ট, রিশি ধাওয়ান, শারদ লাম্বা, চন্দরপল হেমরাজ, মালিন্দা পুষ্পাকুমারা এবং অ্যান্থনি ব্রাম্বলি।
এমআই