Advertisement
Us Bangla Airlines
ফিরছে ‘অ্যাওয়ার্ড নাইট’, ১৯ বছর পর স্বীকৃতি পাচ্ছেন ক্রিকেটাররা

ফিরছে ‘অ্যাওয়ার্ড নাইট’, ১৯ বছর পর স্বীকৃতি পাচ্ছেন ক্রিকেটাররা

খেলা ডেস্ক

০১ জুলাই ২০২৫, ১৪:০৯

ক্রিকেটারদের পারফরম্যান্স মূল্যায়নে এককালে ‘অ্যাওয়ার্ড নাইট’ আয়োজন করতো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২০০৬ সালে সবশেষ এই অনুষ্ঠান আয়োজনের পর আচমকা বন্ধ হয়ে যায়। এবার প্রায় ১৯ বছর পর পুনরায় অ্যাওয়ার্ড নাইট আয়োজন করার ঘোষণা দিয়েছে আমিনুল ইসলামের বোর্ড।

গতকাল (সোমবার) বিসিবির সভায় এই পুরস্কার প্রদানের রীতি চালুর সিদ্ধান্ত হয়েছে। পরে সংবাদ সম্মেলনে এই আয়োজনের কথা নিশ্চিত করেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তিনি বলেন, ‘আমরা আবার অ্যাওয়ার্ড নাইট চালু করব। শুধু এক বছরের জন্য নয়, আমরা একটা চুক্তিতে আসব কীভাবে পুরস্কারগুলো দেবো।’

বুলবুল বলেন, ‘আমরা ৪-৫ বছরের একটা পরিকল্পনা করছি। এটা আমাদের প্রোগ্রামেরই একটা অংশ। হাইপারফরম্যান্স ফর অল—এটার সঙ্গে হচ্ছে খেলোয়াড়দের মনোবল বৃদ্ধি করা বা তাদের আত্মবিশ্বাস বাড়ানোর জন্য (লক্ষ্য থাকবে)। ’

ক্রিকেটারদের সঙ্গে সাংবাদিক, গ্রাউন্ডস কর্মীদেরও পারফরম্যান্স মূল্যায়ন হতে পারে এই অ্যাওয়ার্ড নাইট অনুষ্ঠানে। এমনটা ইঙ্গিত দিয়ে বুলবুল আরও বলেন, ‘ক্রিকেট সংশ্লিষ্ট যারা আছেন সকলের মনোবল বৃদ্ধি করার জন্য আমরা একটা ক্রিকেটে এই পুরস্কার দেবো।’

ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটের সেরা পরফরমারদের অ্যাওয়ার্ড দেওয়ার রীতি এককালে চালু করেছিল বিসিবি। পুরস্কার প্রদানের এই প্রথা ভারত, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের ক্রিকেট বোর্ডেও চালু রয়েছে। এবার ১৯ বছর পর সেই প্রথা ফিরিয়ে আনতে যাচ্ছেন বিসিবির নতুন সভাপতি আমিনুল ইসলাম।

এমআই