
সিরিজ নির্ধারণী ম্যাচে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস
খেলা ডেস্ক
০৮ জুলাই ২০২৫, ১২:৫৯
শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচ হয়েছিল কলম্বোতে। প্রেমাদাসার তীব্র গরমে হাঁসফাঁস করেছিল বাংলাদেশের ক্রিকেটাররা। সিরিজের তৃতীয় ম্যাচে অবশ্য ভেন্যুর পরিবর্তন। পাহাড়ে ঘেরা ক্যান্ডি শহরের পাল্লাকেলেতে হবে ওয়ানডে সিরিজের সবশেষ ম্যাচ।
লঙ্কানদের বিপক্ষে এই ম্যাচকে অঘোষিত ফাইনালও বলা চলে। কলম্বোতে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে জিতেছিল শ্রীলঙ্কা। দ্বিতীয় ম্যাচে আবার লঙ্কানদের ১৬ রানে হারিয়েছিল বাংলাদেশ। ফলে শেষ ম্যাচে যারা জিতবে, তারাই হবে সিরিজ বিজয়ী।
বাঁচা-মরার ম্যাচে অবশ্য চোখ রাঙাচ্ছে বেরসিক বৃষ্টি। আবহাওয়ার পূর্বাভাস দেওয়া ওয়েবসাইট আকুওয়েদার জানিয়েছে, আজ পাল্লেকেলেতে বৃষ্টির সম্ভাবনা ৬৫ শতাংশ। বিকেলে পাল্লেকেলেতে আবহাওয়া থাকবে উষ্ণ ও আর্দ্র। তাপমাত্রা থাকবে প্রায় ৩১ ডিগ্রি সেলসিয়াস, তবে বাস্তবে অনুভূত হবে ৩২ ডিগ্রি।
তবে আকুওয়েদারের পূর্বাভাস অনুযায়ী, বিকাল ৩টায় সবশেষ বৃষ্টি ঝরতে পারে। এরপর দিনের বাকিটা সময় আকাশ মেঘলা থাকলেও বৃষ্টির সম্ভাবনা খুব একটা নেই বলে জানিয়েছে সংস্থাটি। তবে এদিন আকাশে ৭০ শতাংশ মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা আছে। যা পেসারদের বাড়তি সুবিধা দিতে পারে।
এদিকে পাল্লেকেলেতে অনুষ্ঠিত সবশেষ ৫টি ওয়ানডের সবগুলোতেই বৃষ্টি বড় প্রভাব ফেলেছে। এর মধ্যে গত নভেম্বরে সর্বশেষ শ্রীলঙ্কা–নিউজিল্যান্ড সিরিজে তৃতীয় ম্যাচটি হয়েছিল পরিত্যক্ত। একই সিরিজের দ্বিতীয় ম্যাচে বৃষ্টির কারণে ওভার কমিয়ে আনা হয়েছিল।
বুদ্ধ ধর্মের পবিত্র নগরী হিসেবে খ্যাত ক্যান্ডিতে পরে ব্যাট করা দল বাড়তি সুবিধা পেয়ে থাকে। পাল্লাকেলে স্টেডিয়ামে সবশেষ দশ ওয়ানডের আটটিই জিতেছে পরে ব্যাট করা দল। যদিও ওয়ানডেতে প্রথম ইনিংসে গড় স্কোর ২৪২। তবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করা এখানে আরও সহজ হয়ে ওঠে।
এমআই