Advertisement
Us Bangla Airlines
বাঁহাতি বোলারকে সুযোগ না দেওয়ার কারণ জানালেন কোচ

বাঁহাতি বোলারকে সুযোগ না দেওয়ার কারণ জানালেন কোচ

খেলা ডেস্ক

১১ জুলাই ২০২৫, ১৩:৫৬

শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের একাদশ নির্বাচন শুরু থেকেই প্রশ্নবিদ্ধ ছিল। টাইগার একাদশে অলরাউন্ডারের ছড়াছড়ি থাকলেও ছিল না স্বীকৃত বোলারের আধিক্যতা। লঙ্কান একাদশে ৯ জন ডানহাতি ব্যাটার থাকলেও কোনো বাঁহাতি বোলারকে সুযোগ দেয়নি বাংলাদেশ। ফলে ডানহাতি বোলারদের থেকে সহজেই রান আদায় করে শ্রীলঙ্কা।

টাইগার বোলারদের তুলোধুনো করে পাওয়ার প্লের প্রথম ছয় ওভারে ৮৩ রান তুলে লঙ্কানরা। পরে বাংলাদেশ ম্যাচে ফিরলেও ভ্যারিয়েশনের অভাবে উইকেটের দেখা মিলেনি। দলে তিনজন বাঁহাতি বোলার থাকতেও তাদের কেন সুযোগ দেওয়া হলো না, ম্যাচ শেষে তা জানিয়েছেন বাংলাদেশের স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ।

নাসুম এবং মোস্তাফিজকে না খেলানোর ব্যাপারে তিনি বলেন, ‘আমার মনে হয় কম্বিনেশন দেখতে হবে। ব্যাটিং ইউনিট হিসেবে রান দরকার আপনার। ৭ নম্বরে ব্যাটিং অপশন রাখতে হয়েছে। মিরাজ ভালো ব্যাট করেছে। আমরা ড্রেসিংরুমে যা দেখি, সেগুলো আপনারা দেখেন না। আবার আপনারা যা দেখেন আমরা তা দেখি না।’

নাঈমকে ৪ নম্বরে এবং মিরাজকে ৬ নম্বরে ব্যাট করানো নিয়ে মুশতাক বলেন, ‘এটা আমার চেয়ে নির্বাচকরা ভালো জানবে। জাকের (আলী অনিক) ইঞ্জুরড ছিল, সে ৫-৬ নম্বরে অনেক ভালো করছিল। নাঈম এসেছিল দলে। আমি নিশ্চিত নই তার ব্যাপারে। আজকেই প্রথম দেখলাম তাকে। মাঝেমধ্যে টিম কম্বিনেশন দেখতে হবে।’

তিনি আরও বলেন, ‘দলের জন্য কোন কম্বিনেশন ভালো হচ্ছে। (পারভেজ হোসেন) ইমন এবং (তানজিদ হাসান) তামিম সম্প্রতি অনেক ভালো ব্যাট করেছে। তরুণ ওপেনার হিসেবে, তারা দারুণ এক্সাইটিং। ম্যাচে আমাদের এগিয়ে নিয়ে যেতে সক্ষম। কিছু জায়গায় তাদের দ্রুত উন্নতি করতে হবে। ৫০ পর্যন্ত গেলে, সেটাকে ১০০তে পরিণত করতে হবে’ 

নাইমের ধীরগতির ব্যাটিং ক্রাইমের মধ্যে পড়ে কি না, এমন প্রশ্নের জবাবে মুশতাক বলেন, ‘না ক্রিকেট ইজ ক্রিকেট। ক্রাইম এখানে নিয়ে আসবেন না। ক্রাইম অনেক খারাপ শব্দ। তারা সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছে। তারা প্রতি বলে হিট করার চেষ্টা করে গেছে। কোচ হিসেবে এটা দেখেছি আমি। তারাও হতাশ।’

তিনি আরও বলেন, ‘৪ ওভারে ৮০ রান ছিল শ্রীলঙ্কার। পরে আমরা দারুণভাবে কামব্যাক করেছি। যদি আমরা ১৭০ রান করতাম, তাহলে কী হত? ফলে আমাদের দ্রুত শিখতে হবে এবং দ্রুত মুভ অন করতে হবে। এখান থেকে এগিয়ে যেতে হবে।’

এমআই