Advertisement
Us Bangla Airlines
খেলা চলাকালে মাঠেই প্রাণ হারালেন ভারতীয় পেসার

খেলা চলাকালে মাঠেই প্রাণ হারালেন ভারতীয় পেসার

খেলা ডেস্ক

১৩ অক্টোবর ২০২৫, ১৮:৪২

মাঠে চলছিল টানটান উত্তেজনার ফাইনাল ম্যাচ। শেষ বল করার ঠিক পর মুহূর্তেই থমকে গেল সবকিছু। ভারতের উত্তরপ্রদেশের মোরাদাবাদে স্থানীয় একটি ক্রিকেট টুর্নামেন্টে খেলতে নেমে মাঠেই মারা গেলেন বাঁহাতি পেসার আহমার খান। গতকাল রবিবার (১২ অক্টোবর) এমন মর্মান্তিক ঘটনা ঘটে।

মোরাদাবাদের বিলারি ব্লকে অনুষ্ঠিত ইউপি ভেটেরান্স ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হয়েছিল মোরাদাবাদ ও সম্বল। শেষ ওভারে বল করছিলেন আহমার খান, জয় নিশ্চিত করতে সম্বলের দরকার ছিল ১৪ রান। নাটকীয় ওভারে শেষ চার বলে ১১ রান দিলেও ম্যাচটি জিতে যায় আহমারের দল মোরাদাবাদ। 

কিন্তু ম্যাচের শেষ বল করার পরই হঠাৎ করে মাঠে বসে পড়েন তিনি, তারপর শুয়ে পড়েন নিস্তেজ দেহে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ব্যাটার লেগ সাইডে চার মারার পরই আহমার ধীরে ধীরে বসে পড়েন। শুরুতে সতীর্থরা বিষয়টি বুঝতে না পারলেও দ্রুতই তার কাছে ছুটে গিয়ে মাঠেই সিপিআর দেওয়ার চেষ্টা করেন। 

তড়িঘড়ি করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ৩৫ বছর বয়সী আহমার খান ছিলেন মোরাদাবাদের একতা বিহার এলাকার বাসিন্দা। মৃত্যুর খবরে স্তব্ধ হয়ে যায় তার পরিবার—স্ত্রী, দুই সন্তান ও একমাত্র বোন শোকসন্তপ্ত অবস্থায় রয়েছেন।

এই মর্মান্তিক ঘটনায় স্থানীয় ক্রীড়া অঙ্গনে নেমে এসেছে গভীর শোক। বন্ধুবান্ধব, সতীর্থ ও স্থানীয় ক্রীড়াবিদেরা সামাজিক যোগাযোগমাধ্যমে আহমারের আত্মার শান্তি কামনা করে শোকবার্তা জানিয়েছেন।

এমআই