Advertisement
Us Bangla Airlines
৫২ বছরের বিশ্বকাপে এমন ম্যাচ আগে দেখা যায়নি!

৫২ বছরের বিশ্বকাপে এমন ম্যাচ আগে দেখা যায়নি!

খেলা ডেস্ক

১৩ অক্টোবর ২০২৫, ১৫:৫৯

নারী ওয়ানডে বিশ্বকাপ ইতোমধ্যে অর্ধশত বছর পার করেছে। দীর্ঘদিনের ইতিহাসে কখনো তিন শতাধিক রানের লক্ষ্য তাড়া করে জিতেনি কোনো দল। বিশাখাপত্তনমে গতকাল (রবিবার) সেই নজির গড়ে ফেলেছে অস্ট্রেলিয়া। অ্যালিসা হিলির দুর্দান্ত সেঞ্চুরিতে ৩৩১ রানের বিশাল লক্ষ্য ৬ বল ও ৩ উইকেট হাতে রেখেই ছুঁয়ে ফেলেছে তারা।

নারী ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে তিনশর বেশি রান তাড়া করে একবার জয় পেয়েছিল কোনো দল। গত বছর দক্ষিণ আফ্রিকার দেওয়া ৩০২ রানের লক্ষ্য টপকে ইতিহাস গড়েছিল শ্রীলঙ্কা। তবে বিশ্বকাপে তিনশর বেশি রান তাড়া করে জিতেনি কোনো দল। ৫২ বছরের অধরা ঘটনায় গতকাল ইতিহাসের জন্ম দিয়েছে অজি নারী দল।

ভারতের বিপক্ষে শুরুতে ফিবি লিচফিল্ডকে সঙ্গে নিয়ে মাত্র ১১.২ ওভারে আসে ৮৫ রান। লিচফিল্ড আউট হলে এলিস পেরিকে নিয়ে গড়েন আরও একটি মূল্যবান জুটি। পেরি চোট পেয়ে উঠে যাওয়ার আগে ৩২ রান করেন। এরপর ভারতীয় বোলাররা কিছুটা ম্যাচে ফিরলেও হিলি ছিলেন নিজ ছন্দে। তাহলিয়া ম্যাকগ্রাকে সঙ্গে নিয়ে গড়েন ৯৫ রানের জুটি।

৩৯তম ওভারে স্নেহ রানার অসাধারণ ক্যাচে হিলির ইনিংসের শেষ হলেও তখন স্কোরবোর্ডে ২৬৫ রান। ওপেনিংয়ে নেমে ১০৭ বলে ১৪২ রান করে বিদায় নিয়েছেন হিলি। সেখান থেকে কিছুটা চাপ তৈরি হয়, দ্রুত আরও তিন উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ার স্কোর দাঁড়ায় ৩০৩/৭। তখন আবার ব্যাট হাতে ফিরলেন এলিস পেরি। 

কিম গার্থকে সঙ্গে নিয়ে ধীরে সুস্থে এগিয়ে নেন দলকে। শেষ পর্যন্ত ৪৯তম ওভারের শেষ বলে স্নেহ রানাকে ছক্কা মেরে ম্যাচ শেষ করেন পেরি, অপরাজিত থাকেন ৪৭ রানে।

এর আগে প্রথমে ব্যাট করে ভারত তোলে ৩৩০ রান, ২৪.৩ ওভারে মান্ধানা ও রাওয়ালের উদ্বোধনী জুটিতে আসে ১৫৫ রান। মান্ধানা নিজের ইনিংসে ৬৬ বলে ৮০ রান করে গড়েন এক ক্যালেন্ডার বছরে ১ হাজার রান করার প্রথম নারী ব্যাটারের রেকর্ড, সঙ্গে ছুঁয়ে ফেলেন ৫ হাজার রানের মাইলফলকও। 

উড়ন্ত সূচনার পরেও ভারতীয় ইনিংসের শেষটা ছিল হতাশাজনক—৩০ ওভারে ১ উইকেটে ১৯২ রান থেকে বাকি ৯ উইকেট হারায় মাত্র ১৩৮ রানের মধ্যে। অস্ট্রেলিয়ার পেসার অ্যানাবেল সাদারল্যান্ড ছিলেন বিধ্বংসী, ৪০ রান দিয়ে শিকার করেন ৫ উইকেট। চতুর্থ ম্যাচে এটি অস্ট্রেলিয়ার তৃতীয় জয়, ৭ পয়েন্ট নিয়ে তারা এখন পয়েন্ট তালিকার শীর্ষে।

এমআই