Advertisement
Us Bangla Airlines
১৪ বছর বয়সেই দলকে নেতৃত্ব দেবেন বৈভব সূর্যবংশী

১৪ বছর বয়সেই দলকে নেতৃত্ব দেবেন বৈভব সূর্যবংশী

খেলা ডেস্ক

১৩ অক্টোবর ২০২৫, ১৬:৪৭

আইপিএলে দুর্দান্ত পারফরম্যান্সের পর ইতোমধ্যে বিশ্ব ক্রিকেটে বেশ সাড়া ফেলেছে বৈভব সূর্যবংশী। মাত্র ১৪ বছর বয়সে এবার দারুণ এক মাইলফলক ছুঁয়ে ফেললেন ভারতের উঠতি এই ক্রিকেটার। আসন্ন রঞ্জি ট্রফিতে বিহার রাজ্য দলের সহ-অধিনায়কের দায়িত্ব পাচ্ছেন এই তরুণ ক্রিকেটার। 

দলটির মূল নেতৃত্বে থাকবেন ব্যাটার সাকিবুল গনি। তাদের নেতৃত্বে ২৫ অক্টোবর থেকে মনিপুরের বিপক্ষে মাঠে নামবে বিহার। অস্ট্রেলিয়া সফরে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার হিসেবেই এই নেতৃত্বের দায়িত্ব পাচ্ছেন বৈভব সূর্যবংশী। ব্রিসবেনে চার দিনের একটি ম্যাচে ৭৮ বলে সেঞ্চুরি করেন তিনি।

তিন ইনিংসে ১৩৩ রান করে সিরিজে দলের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহকও ছিলেন বৈভব। তার ব্যাটিং নৈপুণ্যে ভারত ২-০ ব্যবধানে সিরিজ জিতে নেয়।

মাত্র ১২ বছর ২৮৪ দিন বয়সে, ২০২৪ সালের জানুয়ারিতে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক ঘটে বৈভবের—যা নিজেই এক বিরল ঘটনা। এখন পর্যন্ত পাঁচটি প্রথম শ্রেণির ম্যাচ খেলে ১০ ইনিংসে করেছেন ১০০ রান, সর্বোচ্চ স্কোর ৪১। তবে সবচেয়ে আলোচিত ও বিস্ময়কর কীর্তি এসেছে আইপিএলে। 

২০২৫ মৌসুমে রাজস্থান রয়্যালসের হয়ে খেলেন সাতটি ম্যাচ, করেন ২৫২ রান। ব্যাটিং গড় ৩৬ আর স্ট্রাইক রেট ২০৬.৫৫—যা টি-টোয়েন্টির জন্য বিস্ময়করই বটে। একটি সেঞ্চুরি ও একটি ফিফটির মাঝে সবচেয়ে বেশি আলোচনায় আসে গুজরাট টাইটান্সের বিপক্ষে জয়পুরে খেলা এক ইনিংস, যেখানে মাত্র ৩৮ বলে তুলে নেন ১০১ রান। 

পুরুষদের টি-টোয়েন্টি ক্রিকেটে এটিই সবচেয়ে কম বয়সে সেঞ্চুরির রেকর্ড। ১৪ বছর বয়সেই জাতীয় ও ফ্র্যাঞ্চাইজি পর্যায়ে নেতৃত্ব ও রেকর্ড—বৈভব সূর্যবংশী এখন ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ নয়, অনেকটাই বর্তমানের আলোচিত নাম।

এমআই