Advertisement
Us Bangla Airlines
২৯ বলে ৩২ করে নাইম বললেন ‘মানসিকভাবে প্রস্তুত ছিলাম না’

২৯ বলে ৩২ করে নাইম বললেন ‘মানসিকভাবে প্রস্তুত ছিলাম না’

খেলা ডেস্ক

১৮ জুলাই ২০২৫, ১৯:৪৪

শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে একাদশে সুযোগ পেয়েছিলেন নাইম শেখ। ওপেনার হলেও চারে ব্যাট করেছিলেন এই ক্রিকেটার। যেখানে ২৯ বলে ৩২ রান করে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন তিনি। নাইমের এমন মন্থর ইনিংস নিয়ে সমালোচনা হয়েছে বেশ। এবার সেই ইনিংস নিয়ে মুখ খুলেছেন এই বাঁহাতি।

আজ শুক্রবার মিরপুরে অনুশীলন শেষে নাইম বলেন, ‘সত্যি বলতে, আপনারা সবাই জানেন জাকের ইনজুরিতে ছিল বলেই আমার চারে খেলতে হয়েছে। আমার পাঁচে খেলার কথা ছিল। তো ম্যানেজমেন্টের সাথে আলোচনা করে চারে খেলেছি। কিন্তু জাকের ইনজুরিতে থাকার কারণেই কিন্তু আমি খেলেছি।’

তিনি বলেন, ‘সাধারণত আমার খেলার কথাই ছিল না। মানসিকভাবে যদি আমি আগে থেকে জানতাম যে এমন সুযোগ আসবে...। সত্যি বলতে, মানসিকভাবে প্রস্তুত ছিলাম না। ওপেনিংয়ে খেলার জন্য সবসময় প্রস্তুত থাকি। এখনও যে ব্যক্তিগত অনুশীলন করলাম, ওপেনিংয়ে কীভাবে খেলব বা সুযোগ আসলে কীভাবে কাজে লাগাব, সেটার জন্যই প্রস্তুতি নিচ্ছি।’

‘চারে খেলার জন্য মানসিকভাবে প্রস্তুত ছিলাম না। পরেরবার যদি এভাবে সুযোগ আসে, অবশ্যই মাথায় থাকবে।’-যোগ করেন তিনি।

মিডলঅর্ডারে কেমন ব্যাটিং করবেন তা নিয়ে দ্বিধায় ছিলেন নাইম শেখ। তিনি বলেন, ‘সবসময় ওপেনার হিসেবেই ব্যাটিং করেছি। ওই মানসিকতা নিয়েই খেললাম। কিন্তু হঠাৎ করে মাঝখানে নামলে কীভাবে খেলতে হয়, মিডল অর্ডারের খেলোয়াড়রা যে জিনিসটা নিয়ে সংগ্রাম করে, ওই জিনিসগুলো কিন্তু সাধারণত আমার জানা থাকে না।’

নাইম আরও বলেন, ‘অনেক সময় বাইরে থেকে সহজ মনে হয়। খেলে নতুন একটা অভিজ্ঞতা হলো। টোটালি ওই জায়গাটা ভিন্ন একটা জায়গা। তো সার্বিকভাবে সবকিছু মিলিয়ে সব জায়গায় অনুশীলন করি। কিন্তু এখন ব্যক্তিগত যে অনুশীলনটা ছিল, নিজের প্রস্তুতির জন্যই ছিল।’

এমআই