Advertisement
Us Bangla Airlines
৫৩৪ রানের রোমাঞ্চকর ম্যাচে সাকিব-সৌম্যদের লড়াকু জয়

৫৩৪ রানের রোমাঞ্চকর ম্যাচে সাকিব-সৌম্যদের লড়াকু জয়

খেলা ডেস্ক

২৪ জুন ২০২৫, ১২:৩৫

আট বছর পর শ্রীলঙ্কায় পূর্ণাঙ্গ সফরে গিয়েছে বাংলাদেশ দল। বর্তমানে চলমান দুই ম্যাচের টেস্ট সিরিজের পর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে টাইগাররা। নতুন সিরিজকে ঘিরে ঘরের মাঠে প্রস্তুতি সারছে বাংলাদেশ দল। গতকাল চট্টগ্রামে সাদা বলের ক্রিকেটাররা দুই দলে বিভক্ত হয়ে ৫০ ওভারের ম্যাচ খেলেছে।

ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে ৫০ ওভার শেষে ২৭০ রানের সংগ্রহ পায় সবুজ দল। জবাবে নির্ধারিত ওভার শেষ হওয়ার আগেই ২৬৪ রানে গুটিয়ে যায় লাল দল। তাতে ৫৩৪ রানের রোমাঞ্চকর ম্যাচে শেষ হাসিটা হেসেছে তানজিম সাকিব ও সৌম্য সরকারদের সবুজ দল।

ফের ইনজুরির কবলে সৌম্য, অনিশ্চিত চ্যাম্পিয়নস ট্রফি

এদিন টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন সবুজ দলের অধিনায়ক শেখ মেহেদী হাসান। লাল দলের অধিনায়কের দায়িত্বে ছিলেন তাওহীদ হৃদয়। উদ্বোধনী জুটিতে ৮৩ রান তোলেন সবুজ দলের দুই ওপেনার পারভেজ হোসেন ইমন ও সৌম্য সরকার। 

৭১ বলে ৫৮ রান করেন ইমন, বিপরীতে ৫১ বলে ৫৫ রানে থামেন জাতীয় দলের স্কোয়াডে জায়গা না পাওয়া সৌম্য। ইমনের ইনিংসে ছিল ৬টি চার। যেখানে সৌম্যর ইনিংসটি সাজানো ছিল ৯টি চার ও একটি ছক্কায়। সৌম্যের আউটের পর তিনে নামা অমিত হাসান ১৯ বলে ৮ রান করে বিদায় নেন।

সৌম্য, অমিতের উইকেট শিকার করেন লেগ স্পিনার রিশাদ হোসেন। এরপর ইমনকে তুলে নেন অফ স্পিনার সাইফ হাসান। চারে নামা ইয়াসির আলী দ্রুতই প্যাভিলিয়নে ফেরান পেসার মৃত্যুঞ্জয় চৌধুরী। ২৫ বলে মাত্র ৯ রান করে বিদায় নিয়েছেন ইয়াসির।

পাঁচে নামা শামীম হোসেন পাটোয়ারী যেন নিজের ছায়া খুঁজেছেন। তিন বছর পর জাতীয় দলে ডাক পাওয়া এই বাঁহাতি করেছেন ৪০ বলে ২৪ রান। ধীরগতির শামীমকে আউট করেন তাসকিন আহমেদ। এরপর অধিনায়ক মেহেদী করেন ৪৩ বলে ৩১ রান। নাসুমের শিকার হন তিনি।

পরে তানজিম সাকিবের ১১ বলে ১৫, সাইফউদ্দিনের ৩৩ বলে ৫৮ রানের ঝলমলে ইনিংসে আট উইকেট হারিয়ে ২৭০ রানের সংগ্রহ পায় সবুজ দল। বিপরীতে লাল দলের হয়ে তাসকিন, নাসুম ও রিশাদ দুইটি করে উইকেট শিকার করেন।

গ্লোবাল সুপার লিগ নিয়ে যা বললেন তানজিম সাকিব

২৭১ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে শুরুতে উইকেট হারায় লাল দল। শরিফুল ইসলামের বলে কোনো রান না করে বিদায় নেন ওপেনার তানজিদ হাসান তামিম। তবে আরেক ওপেনার নাঈম শেখ খেলেন বড় ইনিংস। ৭টি চার ও ৪টি ছক্কায় ৭১ বলে ৭৯ রানের ঝলমলে ইনিংস খেলেন তিনি।

তিনে নামা সাইফ হাসান (৯) ও চারে নামা তাওহীদ হৃদয় (৮) দ্রুত ফিরলে চাপে পড়ে লাল দল। তবে সেখান থেকে ঝড়ো ইনিংস খেলেন নুরুল হাসান সোহান। ৭টি চার ও ৭টি ছক্কায় ৭১ বলে ৯৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। সোহানের তিন রানের আক্ষেপের দিনে ছয় রানের আক্ষেপে পুড়ে তার দল।

পরে মোসাদ্দেক হোসেন সৈকত ২৩ বলে ৩১ রান করে জয়ের আশা দেখালেও বাধা হয়ে দাঁড়ান তানজিম হাসান সাকিব। সবুজ দলের এই বোলার নাসুম, তাসকিন ও মুকিদুল ইসলাম মুগ্ধকে দ্রুত শিকার করে লাল দলকে ২৬৪ রানে থামিয়ে দেন। তাতে ৬ রানের রোমাঞ্চকর জয় পায় সাকিব-সৌম্যর সবুজ দল।

এমআই