Advertisement
Us Bangla Airlines
গ্লোবাল সুপার লিগ নিয়ে যা বললেন তানজিম সাকিব

গ্লোবাল সুপার লিগ নিয়ে যা বললেন তানজিম সাকিব

খেলা ডেস্ক

০৭ ডিসেম্বর ২০২৪, ১৮:১৮

আগ্রাসী মনোভাব আর নিজেকে উজাড় করে দেওয়ার চেষ্টা- সাইফউদ্দিনকে বাদ দিয়ে গত টি-টোয়েন্টি বিশ্বকাপে ঠিক এ কারণে জায়গা পেয়েছিলেন তানজিম হাসান সাকিব। বিসিবির নির্বাচন যে ভুল ছিলো না, বিশ্বকাপে সেটা প্রমাণও করেছিলেন এ বোলার। যুক্তরাষ্ট্র এবং ক্যারিবিয়দের মাটিতে ৭ ম্যাচে ১৩ গড়ে নিয়েছিলেন ১১ উইকেট, ইকোনমিও ৬ এর ঘরে।

জুনিয়র সাকিবের এমন পারফরম্যান্স মনে ধরেছে সাবেক প্রোটিয়া স্পিনার ইমরান তাহিরের। সাকিবকে গ্লোবাল সুপার লিগে গায়না অ্যাজান ওয়ারিয়র্সে খেলার আমন্ত্রণ জানিয়েছেন তিনি। বিসিবির অনুমতি সাপেক্ষে প্রথমবারের মতো কোন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেললেন তানজিম সাকিব। টুর্নামেন্টের ফাইনাল না খেললেও বল হাতে অধিনায়কের আস্থার প্রতিদান দিয়েছেন সিলেটের এ ফাস্ট বোলার।

গায়না অ্যাজান ওয়ারিয়র্সের হয়ে চার ম্যাচ খেলেছেন তানজিম সাকিব। ওভারপ্রতি ৬.৫৩ রান খরচে নিয়েছেন ৬ উইকেট। নিজের সবশেষ ম্যাচেও পেয়েছিলেন দুই উইকেট। জাতীয় দলের সতীর্থ সৌম্যর স্টাম্প উপড়ে ফেলা ছিলো চোখে লাগার মতো। সবমিলিয়ে দেশের বাইরের লিগে প্রথম অভিযানে যথেষ্টই উজ্জ্বল পারফরম্যান্স করেছেন সাকিব।

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ব্যস্ততা শেষে টাইগার ডেরায় যোগ দিয়েছেন এ বোলার। সবঠিক থাকলে ক্যারিবিয়ানদের বিপক্ষে প্রথম ওয়ানডে খেলতে পারেন তিনি। জাতীয় দলের জার্সিতে মাঠে নামার নামে ফ্র্যাঞ্চাইজি লিগ নিয়ে কথা বলেছেন তিনি। 

বিসিবির এক ভিডিও বার্তায় সাকিব বলেন, ‘গ্লোবাল সুপার লিগ আমার প্রথম দেশের বাইরের ফ্র্যাঞ্চাইজি লিগ ছিল। খুব উপভোগ করেছি সেখানে। আমার সতীর্থরা খুবই সহায়তাপরায়ণ ছিল। ভিন্ন এক অভিজ্ঞতা ছিল সেখানে।’

তিনি বলেন, ‘ক্রিকেট খেলা সব জায়গাতেই সমান, ভালো বল সব জায়গাতেই ভালো বল। আমি শুধু ধরে রাখার চেষ্টা করেছি যে ভালো বল করব। যদিও আশানুরূপ ফলাফল আমরা করতে পারিনি, তবে আমি খুবই উপভোগ করেছি ওখানে।’

জাতীয় দলের হয়ে রঙিন পোশাকে ২২টি ম্যাচ খেলেছেন তানজিম সাকিব। উইকেট সংখ্যা ৩২। সবশেষ ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে পেয়েছিলেন ৫ উইকেট। ভারত সিরিজ থেকে ফিরে জাতীয় লিগ খেলতে নেমেই ইনজুরিতে পড়েন এ বোলার। তবে পুনবার্সন প্রক্রিয়া শেষে চোটের বালাই নেই বলে জানান ২২ বছর বয়সী এ পেসার।

তিনি বলেন, ‘ছোট একটা ইনজুরির পর এখানে এলাম। কিন্তু আমার কাছে মনে হচ্ছে না যে ইনজুরির পর এসেছি। খুব ভালো অনুভব করছি। শরীর ঠিকঠাক আছে। মানসিকতা এখন অনেক ভালো আছে।’

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে টাইগার দলে আছেন ৫ পেসার। তানজিম সাকিব ছাড়াও তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম ও নাহিদ রানা খেলবেন এ সিরিজে। তাতে স্কোয়াডে জায়গা পেতে লড়াই করতে হবে সাকিবের। আগামীকাল রাত ৮টায় সিরিজর প্রথম ম্যাচটি শুরু হবে।

এমআই