
ইতিহাস গড়ে র্যাঙ্কিংয়ের চূড়ায় জাসপ্রিত বুমরাহ
খেলা ডেস্ক
০১ জানুয়ারি ২০২৫, ১৯:৩৫
বোর্ডার-গাভাস্কার ট্রফিতে প্রথম চার ম্যাচের মধ্যে মাত্র একটি ম্যাচ জিতেছে ভারত। রোহিতদের এমন দুরবস্থার দিনে বল হাতে বেশ উজ্জ্বল ছিলেন দলটির টেস্ট দলের সহ-অধিনায়ক জাসপ্রিত বুমরাহ। সিরিজের প্রথম তিন টেস্টেই ২১ উইকেট শিকার করেছেন এ বোলার। তাতে টেস্ট বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান দখল করেছিলেন তিনি।
মেলবোর্নে বক্সিং ডে টেস্টেও অজিদের নাচিয়েছেন বুমরাহ। দুই ইনিংস মিলিয়ে ৯ উইকেট শিকার করেছেন এ ডানহাতি বোলার। উইকেট শিকারে ধারাবাহিকতা ধরে রাখায় এই সপ্তাহেও বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান নিজের দখলে রেখেছেন আহমেদাবাদের ছেলে। বুধবার (১ জানুয়ারি) নতুন বছরের প্রথম দিনেই আইসিসি হালনাগাদকৃত তালিকা থেকে এ তথ্য জানা গেছে।
র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রাখার পাশাপাশি নতুন রেকর্ডও গড়েছেন জাসপ্রিত বুমরাহ। রেটিং পয়েন্টের দিক থেকে বুমরাহ ভারতীয় সব ক্রিকেটারকে ছাড়িয়ে গেছেন। নতুন বছরের প্রথম দিনে তার রেটিং পয়েন্ট দাঁড়িয়েছে ৯০৭। যা ভারতীয় বোলারদের মধ্যে এযাবতকালের সর্বোচ্চ। এর আগের সপ্তাহে ৯০৪ পয়েন্ট নিয়ে অশ্বিনের নামের সাথে ভাগ বসিয়েছিলেন এ ফাস্ট বোলার।
রেটিং পয়েন্টে ভারতের সেরা বোলার হলেও সবমিলিয়ে টেস্ট ইতিহাসের শীর্ষ ১৭ রেটিংধারী বোলারদের একজন জাসপ্রিত বুমরাহ। এ তালিকায় সর্বোচ্চ ৯৩২ রেটিং পয়েন্ট পেয়ে চূড়ায় এখনো অবস্থান করছেন ইংল্যান্ডের পেসার সিডনি বার্নস। পাশাপাশি ৯৩১ রেটিং নিয়ে পরের স্থানেই আছেন জর্জ লোহম্যান। প্রায় শতবছর পূর্বে ইংল্যান্ডের এই দুই কিংবদন্তি ক্যারিয়ারের ইতি টেনেছেন।
এমআই