
বিপিএলকে বিতর্কমুক্ত করতে ক্রিকেটারদের সঙ্গে বিসিবির বৈঠক
খেলা ডেস্ক
১৫ জুলাই ২০২৫, ১৩:০১
গেল বছর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সবচেয়ে বিতর্কিত সময় পার করেছে বিসিবি। তবে কয়েক মাসের মাথায় বিসিবিতে আমূল পরিবর্তন এনেছে সরকার। ফলে আসন্ন বিপিএল পরিবর্তনের মোড়কে আয়োজন করতে চায় বিসিবি ও বিপিএলের গভর্নিং কাউন্সিলিংয়ের নতুন কমিটি।
ফারুক আহমেদের আমলের সেই ব্যর্থতা ও সমালোচনাকে পাশ কাটিয়ে বিপিএলকে জনপ্রিয় করতে নতুন শুরুর আশ্বাস দিয়েছেন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটির চেয়ারম্যান মাহবুব আনাম ও বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। যার অংশ হিসেবে গতকাল (সোমবার) ক্রিকেটারদের কাছ থেকে পরামর্শ নিয়েছে বিসিবি।
‘বিপিএল প্লেয়ার্স মাইক’ নামের সভায় উপস্থিত ছিলেন তামিম ইকবাল ও মুশফিকুর রহিমের মতো তারকা ক্রিকেটাররা। এ ছাড়া গতকাল মিরপুরে এসেছিলেন মোহাম্মদ মিঠুন, এনামুল হক বিজয় ও জাকির হাসানরা। বিপিএলের জন্য আয়োজিত সভায় ভিডিও কলে তাদের সঙ্গে যুক্ত ছিলেন নাজমুল হোসেন শান্ত।
The BPL Governing Council of the Bangladesh Cricket Board (BCB) today hosted a landmark open discussion session titled...
Posted by BPL - Bangladesh Premier League on Monday, July 14, 2025
ক্রিকেটারদের বাইরে সভায় ছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, বিপিএল চেয়ারম্যান মাহবুব আনাম, সদস্য সচিব নাজমুল আবেদীন ফাহিম এবং আকরাম খানসহ বিসিবির পরিচালকরা। সভায় বিপিএলের বর্তমান চ্যালেঞ্জ, কোন কোন জায়গায় উন্নতি করা যায় এসব নিয়ে নিজেদের পরামর্শ ও মতামত দিয়েছেন তামিম-মুশফিকরা।
এরপর বিভিন্ন মিডিয়া হাউজের সাংবাদিকদের সঙ্গে বিপিএলের উন্নতি নিয়ে আলোচনা করবে গভর্নিং কাউন্সিল। পরবর্তীতে ক্রিকেট সমর্থক, কোচ, টেকনিক্যাল স্টাফ, পুরোনো ফ্র্যাঞ্চাইজি মালিক, স্পন্সর প্রতিষ্ঠানের সঙ্গেও আলাপ করার কথা জানা গেছে।
এমআই