
পিছিয়ে যেতে পারে বিপিএলের নতুন আসর
খেলা ডেস্ক
১২ জুলাই ২০২৫, ১৬:৫৮
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসন্ন আসর আগামী ডিসেম্বর-জানুয়ারিতে হওয়ার কথা ছিল। গত বুধবার একই সময়ে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের আভাস দিয়েছেন সরকার। ফলে নির্বাচনকালীন অস্থিরতা এড়াতে বিপিএলের আগামী মৌসুম পিছিয়ে যেতে পারে বলে জানিয়েছেন বিপিএল চেয়ারম্যান মাহবুব আনাম।
সম্প্রতি শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত পরিচালকদের জরুরি সভা শেষে এ কথা জানান তিনি। বিষয়টি নিশ্চিত করেছে ক্রীড়া ওয়েবসাইট ক্রিকবাজ। মাহবুব আনাম জানান, নির্বাচনের কারণে টুর্নামেন্টের সময় পরিবর্তন হতে পারে। বিপিএলের সময়সূচি নির্ধারণে তারা সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় আছেন।
তিনি বলেন, ‘নির্বাচনের কারণে বিপিএলের সময় পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। বিপিএল ডিসেম্বরের আগেও হতে পারে, অথবা এর জন্য নতুন একটি সময় নির্ধারিত হবে। সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভর করে আমরা পরবর্তী পদক্ষেপ নেব। তবে বিকল্প সময় হিসেবে আমরা মে মাসকে বিবেচনা করছি।’
এদিকে বিপিএলকে বিতর্কমুক্ত করতে ক্রীড়া মার্কেটিং কনসালটেন্সি প্রতিষ্ঠান নিয়োগের পরিকল্পনা করেছিল বিসিবি। ইতোমধ্যে এ বিষয়ে আগ্রহী প্রতিষ্ঠানগুলো থেকে ‘এক্সপ্রেশন অব ইন্টারেস্ট’ আহ্বান করেছে বিপিএলের গর্ভনিং কাউন্সিল।
বিষয়টি জানিয়ে বিপিএলের চেয়ারম্যান মাহবুব আনাম বলেন, ‘যেসব এজেন্সির আন্তর্জাতিক টি-টোয়েন্টি লিগ আয়োজনের অভিজ্ঞতা রয়েছে এবং দক্ষ কর্মকর্তা রয়েছে, তাদেরকেই আমরা বিবেচনায় আনব। অতীতে কিছু অদক্ষ প্রতিষ্ঠান দায়িত্ব পেয়ে বিসিবির ক্ষতি করেছে, এবার সে ভুল না করার চেষ্টা করব।’
এমআই